X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বৃষ্টি উপেক্ষা করে সোনাপাহাড়ে ৩ জনের জানাজায় হাজারো মানুষ

মোহাম্মদ ইউসুফ, মিরসরাই
১৬ অক্টোবর ২০২১, ১০:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০:৫৫

আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত মো. মোস্তফা ওরফে মোস্তফা সওদাগর (৫৬), স্ত্রী জোস্না আরা (৪৫) ও মেঝো ছেলে আহমেদ হোসেনের (২৫) জানাজায় বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ অংশ নিয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়েনের মধ্যম সোনাপাহাড় গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে এসে পৌঁছায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যা পেরিয়ে রাত যখন আটটা তখন জানাজার পূর্ব মুহূর্তে বিদ্যুৎ চমকানির সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। এ অবস্থায় তিনটি খাটিয়ায় জানাজাস্থলে পৌঁছে বাবা, মা আর ছেলের লাশ। নিহত মোস্তফা সওদাগর ও তার ছেলে আহমদ হোসেন স্থানীয় সোনাপাহাড় গ্রামের জোরারগঞ্জ বাজারে মুদি দোকানি ছিলেন। এ কারণে এলাকায় সর্বমহলে পরিচিত ছিলেন তারা। জানাজায় অংশ নেওয়া সবার একটাই দাবি ছিল ঘাতক সাদেক হোসেনের যেন সর্বোচ্চ শাস্তি হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সোনাপাহাড় গ্রামের বাসিন্দা জহিরুল হক বলেন, আমার বয়সে একসঙ্গে তিন জনের জানাজা পড়া হয়নি। আমাদের গ্রামেও তিন জনের জানাজা একসঙ্গে কখনও হয়নি। তাও আবার একই পরিবারের। সামান্য সম্পত্তির জন্য আপন ছেলের হাতে বাবা, মা আর সহোদর ভাইয়ের হত্যা মেনে নেওয়ার মতো না।

প্রসঙ্গত, বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টায় জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে মো. মোস্তফা মিয়া, স্ত্রী জোস্না আরা ও তাদের ছেলে আহম্মদ হোসেনকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠে বড় ছেলে সাদেক হোসেনের বিরেুদ্ধ। বসত বাড়ির ১২ শতক জমির মধ্যে চার শতক জমি মেঝো ভাই আহমদ হোসেনকে রেজিস্ট্রি করে দেওয়ায় বাবা মোস্তফা ও মা জোস্না আরার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সাদেক হোসেনের। এছাড়া তার স্ত্রী আইনুর নাহারকেও বিভিন্নভাবে নির্যাতন করা নিয়ে বাবা, মা আর ভাইয়ের প্রতি ক্ষোভ ছিল সাদেকের। এদিকে বাবা, মা ও ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই সাদেক হোসেনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেছে ছোট বোন জুলেখা। হত্যা মামলায় সাদেক হোসেনকে আদালতে পাঠানোর পর শুক্রবার সন্ধ্যায় সে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দেন।

/টিটি/
সম্পর্কিত
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী