X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘সিনহা হত্যা মামলার আসামিরা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছিল’

কক্সবাজার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ২২:৫১আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৫১

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ৬ষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয় সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্যগ্রহণে কক্সবাজারের দুই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেছেন, সিনহা হত্যায় আসামিরা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে শুরু হয় মামলার বিচারিক কার্যক্রম। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫, ১৬ ও ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিচারিক কার্যক্রমের শুরুতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ জবানবন্দিতে জানিয়েছেন, সিনহা হত্যা মামলার নয় জন আসামি তার আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়ার আগে সব আসামিকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তারপর স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একই সাক্ষ্য দেন আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। জবানবন্দিতে তিনি আদালতকে জানান, সিনহা হত্যা মামলার তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন তিনি। তারাও তিন ঘণ্টা সময় নিয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। 

আদালতের কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি বলেন, আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণ করবেন। 

এদিকে, টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী রানা দাশ গুপ্ত জানিয়েছেন, মামলার ১২ আসামিকে চাপে ফেলে মৃত্যুর ভয় দেখিয়ে, শারীরিক নির্যাতন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে। স্বেচ্ছায় স্বীকারোক্তি দেননি। তাই জেলা ও দায়রা জজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।

রানা দাশ গুপ্ত বলেন, তদন্তকারী সংস্থার পক্ষে আসামি প্রদীপকেও মৃত্যুর ভয় দেখিয়ে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু প্রদীপ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। কারণ তিনি সিনহা হত্যায় জড়িত ছিলেন না।

সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে আনা হয়। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

পিপি ফরিদুল আলম বলেন, সিনহা হত্যা মামলার ১৫ আসামির মধ্যে ১২ আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এবং দেলোয়ার হোসেন। দুই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের আরও চার জন সদস্যকে আদালতে হাজির করা হয়েছিল। সময় স্বল্পতায় তাদের সাক্ষ্য নেওয়া হয়নি। পরবর্তী দিনে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে। এই মামলায় এ পর্যন্ত ৫৯ জন সাক্ষ্য দিয়েছেন।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

/এএম/
সম্পর্কিত
সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি পরিবারের
সিনহা হত্যাকাণ্ডের ৩ বছর, নেই বললেই চলে ‘বন্দুকযুদ্ধ’
হত্যা মামলায় সাক্ষ্য দিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত
সর্বশেষ খবর
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
চতুর্থ নারী টি-টোয়েন্টিকরুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
ঢাকা আহছানিয়া মিশনের প্রতিবেদন৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
দেশে বেকারের সংখ্যা কত?
দেশে বেকারের সংখ্যা কত?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া