X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ওবায়দুল কাদেরসহ ৭ মুক্তিযোদ্ধাকে স্বর্ণপদক দিলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:০৩

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুজিব বাহিনীর কমান্ডার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর-৭১’ সম্মাননা (স্বর্ণপদক) দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস উপলক্ষে পৌরসভা মিলনায়তনে সাত বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা পদক দেওয়া হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সমাবেশ করা হয়। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শহীদ বীর উত্তম নূরুল হক (সিরাজপুর), শহীদ খুরশিদ আলম (মোহাম্মদনগর), শহীদ আবদুল মান্নান (পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড), শহীদ ইসমাইল (পৌরসভার ১ নম্বর ওয়ার্ড), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু নাছের (পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড) এবং আফজালুর রহমান (চরফকিরা)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দিনের কার্যক্রম শুরু করেন মেয়র আবদুল কাদের মির্জা। পরে বসুরহাট সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণে কোম্পানীগঞ্জের মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মুক্তিযোদ্ধাদের নামসহ ‌‘বীর-৭১ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নোয়াখালী মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছেন কাদের মির্জা

এরপর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সচেতন নাগরিকের ব্যানারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র কাদের মির্জা বলেন, আগামীতেও মুক্তিযুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের পদক দেওয়া অব্যাহত থাকবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২৯ জানুয়ারি কোম্পানীগঞ্জ আসবেন এবং আওয়ামী লীগের অফিস উদ্বোধন করবেন। ওই দিন ওবায়দুল কাদেরকে স্বর্ণপদক হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সরকার এখনও কোটা পদ্ধতি বাতিল করেনি। কিছুদিন আগেও পুলিশে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করে বলেন, ওপর মহলের সঙ্গে আমার কথা হয়েছে, মুক্তিযোদ্ধা ভাতা ৩০ হাজার টাকা করা হবে।

সবশেষে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হোক প্রজন্ম এবং জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ; আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন।

/এএম/
সম্পর্কিত
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
‘সেন্টমার্টিনে বোমা বানানোর সব জিনিস আছে, তাই আমেরিকার চোখ পড়েছে’
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের