X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কক্সবাজারে দুদকের জেলা সমন্বিত কার্যালয় উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ১৭:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭:৪৫

কক্সবাজারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাংস্কৃতিক কেন্দ্রে সমন্বিত জেলার (কক্সবাজার ও বান্দরবান) অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনকালে দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, ‘প্রাথমিকভাবে বান্দরবান ও কক্সবাজারে কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে এটিকে কক্সবাজার জেলা কার্যালয়ে রূপান্তর করা হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাসী। দুর্নীতি শতভাগ দমন না হলেও যেন কমে আসে এটাই আমাদের প্রত্যাশা। সারা বিশ্বে দুর্নীতি নির্মূল হয়ে যায়নি। দুর্নীতি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যেন সহনীয় পর্যায়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘আগে চট্টগ্রাম থেকে এসে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হতো। এ কার্যালয়ের মাধ্যমে সহজে মামলার তদন্ত শেষ করতে পারবে দুদক।’

কক্সবাজারে বড় বড় উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ছিল দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়কটি মামলাও করে দুদক। যেগুলো চলমান রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের কর্মকাণ্ড গতিশীল করতে প্রাথমিকভাবে সাত জন কর্মকর্তা নিয়ে সমন্বিত এই কার্যালয়ের সূচনা হলো।

 

কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জাকির হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, দুদকের চট্টগ্রাম বিভাগের মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

/আরকে/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
আন্দোলন থেকে রাজনৈতিক দলজুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি
মুমূর্ষু সময়ের পথিক
মুমূর্ষু সময়ের পথিক
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা