X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অন্য নারীর ছবি পাঠিয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৯:০৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:০৯

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। প্রবাসী মো. আনোয়ার হোসেনের (৪০) অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ জানুয়ারি) মধ্যরাতে র‌্যাব-১১ এর একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রতারকরা হলেন- পূর্ব এওজবালিয়া গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী মাহমুদ আক্তার আঁখি ওরফে সুমাইয়া আক্তার বিথী ওরফে সাবিনা (২৬), একই উপজেলার শল্ল্যা ঘাটাইয়া এলাকার আরিফুল ইসলাম (৩০) ও একই ইউনিয়নের মধ্যম চর উরিয়া গ্রামের মোবারক হোসেন ওরফে সোহেল (২৭)।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন জানান, কয়েক বছর আগে মাহমুদা আক্তারের সঙ্গে ইমোতে সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের পরিচয় হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন তরুণীদের ছবি আনোয়ারের কাছে পাঠিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে বিয়ে করার কথা বলে কয়েক ধাপে বিকাশে ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিন লাখ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেন। কিছু দিন আগে ওই প্রবাসী দেশে ফিরে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন। ওই প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে র‌্যাব-১১-এর কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। প্রবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি দল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিন প্রতারক প্রতারণার কথা স্বীকার করেন। এ ঘটনায় সুধারাম থানায় একটি মামলা করা হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘র‌্যাব-১১-এর পক্ষ থেকে করা মামলায় তিন আসামিকে আজ বিকালে আদালতে তোলা হয়। বিচারক তাদের জেলহাজতে পাঠান।’

/এফআর/
সম্পর্কিত
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!