X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ছদ্মবেশে ২০ বছর পালিয়ে ছিলেন ফাঁসির আসামি

চট্টগ্রাম সংবাদদাতা
২৮ জানুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:১৭

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ আহমেদ (৬০) ২০ বছর পালিয়ে ছিলেন বিভিন্ন স্থানে। বেছে নেন বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীসহ নানা পেশা। পরিচয় আড়াল করতে তৈরি করেছিলেন দুটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

লোহাগাড়া উপজেলার ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ আহমেদ। তার বাড়ি উপজেলার আমিরাবাদ এলাকায়। 

র‍্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ২০০২ সালের ৩০ মার্চ শত্রুতার জেরে স্থানীয় সৈয়দ বাহিনীর লোকজন জানে আলমকে সন্তানের সামনে গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনায় জানে আলমের বড় ছেলে মো. তজবিরুল আলম বাদী হয়ে লোহাগাড়া থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৭ সালের ২৪ জুলাই সৈয়দ আহমেদসহ ১২ জনকে মৃত্যুদণ্ড ও আট জনকে যাবজ্জীবন দেন আদালত। পরে আসামিরা উচ্চ আদালতে আপিল করলে সেখানে সৈয়দ আহমেদসহ ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়।

জানে আলম খুন হওয়ার পর বাঁশখালীর বিভিন্ন ডাকাত দলের সঙ্গে সমুদ্রে পাড়ি দেন সৈয়দ আহমেদ। এরপর চার থেকে পাঁচ বছর পরিবার ও আত্মীয়-স্বজন ছেড়ে বাঁশখালী, আনোয়ারা, কুতুবদিয়া ও পেকুয়ার সাগর উপকূলবর্তী এলাকায় বসবাস শুরু করেন। পরে তিনি সীতাকুণ্ড এলাকায় উদ্বাস্তু হিসেবে বসবাস করেন। নানা পেশায় জড়িয়েও পড়েন। কখনও বাবুর্চি আবার কখনও নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করেন।

একপর্যায়ে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে প্রভাবশালী একজনের ছত্রচ্ছায়া ও সহযোগিতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিন্তু পুলিশ ও র‍্যাবের অভিযানে সেখানে থাকা তিনি নিরাপদ মনে করছিলেন না। পরে আবার চট্টগ্রামের বিভিন্ন মাজারে বাবুর্চির কাজ শুরু করেন। এরপর চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার একটি বাড়িতে সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে কাজ নেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল আবসার বলেন, পলাতক থাকার সময় সৈয়দ আহমেদ দুটি ভুয়া এনআইডি তৈরি করেন। এসব এনআইডি ব্যবহার করতেন নানা কাজে। গ্রেফতারের পর তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
মাটিরাঙ্গায় ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার
হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেয় খুনিরা: র‌্যাব
রিমোট কন্ট্রোল দিয়ে লুকিয়ে ফেলা হয় ওজন!
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই