X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রদীপের ফাঁসি চেয়ে আদালত চত্বরে হালিমাদের কান্না

আবদুর রহমান, কক্সবাজার থেকে 
৩১ জানুয়ারি ২০২২, ১২:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩:৫২

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় আজ। মামলার মোট আসামি ১৫ জন। তাদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ অন্যতম। এই মামলায় তার ফাঁসি চেয়ে মানববন্ধন করেছেন নির্যাতিত ও তাদের স্বজনরা।

সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মানববন্ধন করেন তারা। এ সময় ‌‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, প্রদীপের ফাঁসি চাই’ স্লোগান দেন। টেকনাফের সাধারণ জনতা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টেকনাফের ডেইল পাড়ার হালিমা খাতুন বলেন, ‘আমি ভিক্ষা করি। আমার ছেলে আজিজ রিকশা চালিয়ে কোনোমতে সংসার চালাতো। ২০১৯ সালে ২০ অক্টোবর সকালে তাকে ধরে নিয়ে যায় প্রদীপ। এরপর মেরিন ড্রাইভে নিয়ে গুলি করে হত্যা করে।’

এ সময় ছেলে হত্যাকারী প্রদীপ কুমার দাশের ফাঁসি চেয়ে কান্নায় ভেঙে পড়েন হালিমা খাতুন।

মুরাদ চৌধুরী নামে একজন বলেন, ‘এখানে যারা দাঁড়িয়েছে প্রত্যেকে প্রদীপের হাতে নির্যাতনের শিকার। আমরা তার সর্বোচ্চ সাজা চাই।’

আরও পড়ুন: ‘‌মেজর সিনহা হত্যায় ৫ লাখ টাকার মিশন ছিল প্রদীপের’

প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা বলেন, ‘প্রদীপের বিরুদ্ধে ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আমার নামে ছয়টি মিথ্যা মামলা দেয়। এছাড়া আমাকে ঢাকা থেকে ধরে থানায় এনে নির্যাতন করে। এরপর মিথ্যা মামলায় প্রায় এক বছর জেল খাটতে বাধ্য করে প্রদীপ। নির্যাতনের সময় পানি চাইলে আমার মুখে প্রস্রাব ছুড়ে মারে। আমার নখ তুলে নেয় এবং চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসি চাই।’

মেরিন ড্রাইভে নিয়ে গুলি করে হত্যা করা হয় হালিমা খাতুনের ছেলে আজিজকে

জেলা দায়রা জজ আদালতে আজ সিনহা হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল ৭টা থেকে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: সেদিন মেরিন ড্রাইভে যা ঘটেছিল

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

/এসএইচ/
সম্পর্কিত
সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি পরিবারের
সিনহা হত্যাকাণ্ডের ৩ বছর, নেই বললেই চলে ‘বন্দুকযুদ্ধ’
প্রদীপ-চুমকির সাজা পরোয়ানা কারাগারে
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী