X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ আনসার ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে

চট্টগ্রাম সংবাদদাতা
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের আশ্বাসে এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনসার ভিডিপির প্রশিক্ষক কে এম হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী বুধবার (২২ ফেব্রুয়ারি) তাকে তাকে দিনভর অবরুদ্ধ করে রেখেছে।

অভিযুক্ত কে এম হাফিজুর রহমান আনসার ভিডিপির সীতাকুণ্ড উপজেলায় প্রশিক্ষক হিসেবে কর্মরত আছে।

জানা গেছে, বুধবার ওই প্রশিক্ষণার্থী হাফিজুরকে বিয়ের কথা বললে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই আনসার প্রশিক্ষককে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আনসার ভিডিপির জেলা কমান্ডার। বিকাল ৫টার দিকে ওই তরুণীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তরুণীর অভিযোগ, বিয়ে ও চাকরির আশ্বাসে প্রায় দেড় বছর ধরে শারীরিক সম্পর্ক করে আসছে হাফিজুর। বিয়ে করতে বললে নানাভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বুধবার দুপুরে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে হাফিজকে মারতে চায়। পরিস্থিতি বেগতিক দেখে আনসার ভিডিপির উপজেলা কমান্ডার মুজিবুর রহমানের নির্দেশে কার্যালয়ের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে দুপুর ২টার দিকে আনসার ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ডার আশরাফ হোসেন সিদ্দিক ঘটনাস্থলে ছুটে যান।

এ বিষয়ে আশরাফ হোসেন সিদ্দিকী বলেন, ‘আমি দুই জনের সঙ্গে কথা বলেছি। তারা দুই জনে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে হাফিজের বিরুদ্ধে এই ঘটনার আগেও কিছু অভিযোগের কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সীতাকুণ্ড থানার এসআই মো. নাসির উদ্দীন ভুঁইয়া বলেন, ‘আনসার ভিডিপির এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের খবর পেয়ে  ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী জানিয়েছেন, বিয়ে ও চাকরির আশ্বাসে তার সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে আসছিল প্রশিক্ষক। বিষয়টি ভুক্তভোগী মৌখিকভাবে জানালেও থানায় অভিযোগ দিতে রাজি হননি।’

/এফআর/
সম্পর্কিত
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ