X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই সন্তানকে হত্যা, রিমার কথিত প্রেমিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৭:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২২, ২১:০৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিষ মেশানো মিষ্টি খাইয়ে দুই শিশুকে হত্যার ঘটনায় রিমা আক্তারের কথিত প্রেমিক সফিউল্লাহ ওরফে সোফাই মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) বিকাল ৫টার দিকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আশুগঞ্জ থানা পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। তার ওপর শুরু থেকেই নজর রেখেছিল পুলিশ। আজ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘দুই সন্তান হত্যার ঘটনায় বাবা ইসমাইল হোসেন সুজন বাদী হয়ে স্ত্রী রিমা আক্তার ও সফিউল্লাহকে আসামি করে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

প্রসঙ্গত, গত ১০ মার্চ কথিত প্রেমিককে বিয়ে করতে বিষ মিশ্রিত মিষ্টি খাইয়ে দুই শিশুসন্তান ইয়াছিন খান (৭) এবং মোরসালিন খানকে (৫) হত্যা করে মা রিমা আক্তার। ওই মিষ্টি এনে দিয়েছিল রিমার প্রেমিক সফিউল্লাহ ওরফে সোফাই মিয়া।

আরও পড়ুন: ‘দুই সন্তান হত্যার বিচার না পেলে আত্মহত্যা করবো’

এ ঘটনায় ১৭ মার্চ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম আফরিন আহমেদের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সন্তানদের হত্যার কথা স্বীকার করে রিমা। ওই দিন বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১২ বছর আগে ইসমাইল হোসেন সুজন এবং রিমার বিয়ে হয়। তাদের ঘরে ছিল দুই সন্তান। অভাব-অনটনের কারণে রিমা আশুগঞ্জ উপজেলার এসআলম অটোরাইস মিলে কাজ নেয়। অপরদিকে সিলেটের গোলাপগঞ্জ থানার একটি ইটভাটায় শ্রমিকের কাজ নেন সুজন। অভাব-অনটন ও সুজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই মধ্যে রিমা এসআলম অটোরাইস মিলের শ্রমিক সর্দার সফিউল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত সাত মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে রিমাকে বিয়ের আশ্বাস দেয় সফিউল্লাহ। তবে শর্ত জুড়ে দেয়, দুই সন্তানকে ছাড়া বিয়ে করবে। এ অবস্থায় গত ১০ মার্চ বিকাল ৫টার দিকে সফিউল্লাহ বিষ মিশ্রিত পাঁচটি মিষ্টি রিমার কাছে পৌঁছে দেয়। 

আরও পড়ুন: নাপা সিরাপে নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ২ শিশুকে হত্যা: পুলিশ 

পরিকল্পনার অংশ হিসেবে ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে দুই শিশুর জ্বর এসেছে বলে দুর্গাপুর বাজারের ‘মা ফার্মেসিতে’ শাশুড়িকে ওষুধ আনতে পাঠায়। শাশুড়ি ‘মা ফার্মেসিতে’ যাওয়ার সুযোগে রিমা দুই ছেলেকে সন্ধ্যা ৬টার দিকে বিষ মিশ্রিত মিষ্টি খাওয়ায়। এর মধ্যে তিনটি মিষ্টি বড় ছেলে ইয়াছিনকে খাওয়ায় এবং ছোট ছেলে মোরসালিনকে দুটি মিষ্টি খাওয়ায়। শাশুড়ি বাড়ি আসার পর শিশুদের আধা চামচ করে নাপা সিরাপ খাওয়ায় মা। এরপর শিশুরা বমি করতে থাকে। তাদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে সন্তানদের চিকিৎসা না করিয়ে বাড়ি নিয়ে যায় রিমা। পথিমধ্যে ইয়াছিন এবং বাড়ি নেওয়ার পর মোরসালিন মারা যায়।

আরও পড়ুন: ওষুধ সেবনের পর দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ  

/এএম/
সম্পর্কিত
২০০ কোটি টাকাপাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
র‌্যাবের হাতে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন