X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ষড়যন্ত্রের বিপরীতে জনগণ টোকায় টোকায় জবাব দেবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ১৩:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৬:৪২

যারা বাংলাদেশকে বিশ্বাস করে না সেই বিএনপি কোনও কিছু বুঝে না বুঝে লাফালাফি করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সঙ্গে আছেন। আপনারা (বিএনপি) জনগণের কাছে কোনও জায়গা পাবেন না। আপনারা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছেন। সেই সুযোগ আর পাবেন না। জনগণ সম্পূর্ণ প্রস্তুত, আপনাদের (বিএনপি) ষড়যন্ত্রের বিপরীতে জনগণ টোকায় টোকায় জবাব দেবে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ মাঠে কসবা পৌর আওয়ামী লীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক ভালো আছে। এটা পাকিস্তান প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হচ্ছে না। তারা চায় বাংলাদেশকে দাবিয়ে রাখতে। তারা জানেন না বাংলাদেশের সন্তানেরা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর সন্তান। বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখতে পারবে না।

পদ্মা সেতু প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণের মর্যাদা সারা বিশ্বে বেড়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই বাংলাদেশ উন্নয়নের স্বপ্ন দেখেছে। অনেক ষড়যন্ত্রের পর আজ জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছেন। আগামী জুন মাসের পর পদ্মা সেতু উদ্বোধন করা হবে। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত সৃষ্টি হবে।

মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে বলেন, যত ধরনের সূচক আছে সব সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আগামী ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। তিনি এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল  ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌরসভার চেয়ারম্যান এমজে হাক্কানী, সাবেক পৌর চেয়ারম্যান এরমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে সম্মেলন স্থল কসবা টি আলী কলেজ মাঠ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে সম্মেলনের প্রধান অতিথি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ঘোষণা করেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দেশে শ্রমিকদের অধিকার বাড়বে, কমবে না: আইনমন্ত্রী
‘ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোলতাবোল বলছে’
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না