X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

পড়া না পারায় ছাত্রকে দিয়ে কলেজছাত্রীর গালে চড়, তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৭:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৭:৩৭

ক্লাসে পড়া না পারায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ড. রওশন আলম কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে একই ক্লাসের ছাত্রকে দিয়ে চড় দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক সাদেকুর রহমানের বিরুদ্ধে। গত ৪ এপ্রিল কলেজে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। এই নিয়ে শুক্রবার (৮ এপ্রিল) কলেজ পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কলেজ অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

এলাকাবাসী, কলেজ শিক্ষার্থী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ড. রওশন আলম কলেজে গত ৪ এপ্রিল সকালে বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়। পদার্থ বিজ্ঞান বিষয়ে ক্লাস নিতে যান শিক্ষক সাদেকুর রহমান। তিনি পদার্থ বিজ্ঞানের একটি মান নিয়ে ক্লাসে আলোচনা করেন। ওই মানের বিষয়ে জানতে চাইলে এক ছাত্রী ভুল উত্তর দেন। এতে ওই ছাত্রীকে নিজ হাতে নিজের গালে চড় মারতে বলেন। পরপর তিনবার বলার পরও ওই ছাত্রী তা করেনি। পরে তিনি পাশে থাকা আরেক ছাত্রীকে এই কাজ করতে বলেন। কিন্তু সেও অপারগতা প্রকাশ করেন। সে সময় পাশে থাকা এক ছাত্রকে নির্দেশ দেন। পরে ওই ছাত্র পড়া না পারা ছাত্রীকে চড় মারেন।

বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ ও উত্তেজনা দেখা দেয়। কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে এর আগেই বিষয়টি ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে ভুক্তভোগীর বাবা বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমরা কলেজে গিয়েছি। শিক্ষকদের এ বিষয়ে যা বলার বলেছি। ওই শিক্ষকসহ কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষকের পক্ষ থেকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

চড় মারা ছাত্রের বাবা দাবি করেন, ‘ওই ছাত্রী পড়া পারেনি মর্মে শিক্ষক চড় দিতে বলেছেন আমার ছেলেকে। আমার ছেলে আস্তে ওর গালে চড় দিয়েছে। ঘটনা জানার পর আমি আমার ছেলেকে সর্তক করেছি।’

শিক্ষক সাদেকুর রহমান দাবি করেন, ‘ক্লাসে একটি মান নিয়ে আলোচনা করি। ওই ছাত্রী আগেও ভুল করেছিল। তার ভুল সংশোধন করে দিয়েছিলাম। একাদশ-দ্বাদশে পড়ে কোনটা গুণ আর কোনটা দশমিক সেটা না জানলে কেমনে হবে। তখন ওই ছাত্রীকে নিজের গালে নিজে চড় মারতে বলেছিলাম। বলার পরও বার বার ভুল হচ্ছে। নিজের গালে নিজে চড় দিলে এটি মনে থাকবে। তাই এমনটি করতে বলেছিলাম। কিন্তু আমার ইনটেনশন খারাপ ছিল না। কারণ ক্লাসে আমি মারার পক্ষে না। তবে ছেলেটা নিজ থেকেই অতি উৎসাহী হয়ে ওই ছাত্রীকে থাপ্পড় দিয়েছে।’

কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য ও ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজ থেকে পাঠানো তদন্তের চিঠি গতকাল শুক্রবার হাতে পেয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। গত বুধবার কলেজের এক সভা থেকে এই ঘটনার জন্য ওই ছাত্রীর বাবার কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে  কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মো. শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানায়নি। আমি জেনে পরবর্তী সময়ে আপনাকে জানাতে পারবো।’

/এফআর/
সম্পর্কিত
আগামীর নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: জোনায়েদ সাকি
১৪৪ ধারার মধ্যেই বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে বাংলা ট্রিবিউন, শুভেচ্ছায় মির্জা ফখরুল
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়