X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার, রিমান্ডে চায় পুলিশ

ফেনী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৭:৩৩আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৩৩

ফেনীতে কাউসার আলম চৌধুরী তৈমুর (৪৫) হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী খাদিজা বিনতে শামস ওরফে রূপা চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী থানার এসআই আব্দুর রহিম জেলা আদালতে এই আবেদন করেন। মঙ্গলবার এই বিষয়ে শুনানি হবে।

নিহত তৈমুর স্থানীয় ঐতিহ্যবাহী ‘ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের’ সাবেক খেলোয়াড় ছিলেন। ঘটনার এক সপ্তাহ পর রবিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তৈমুরের স্ত্রী খাদিজা বিনতে শামস ওরফে রূপা চৌধুরীকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন। রবিবার সকালে ফেনী শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় এখন সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার বাদী তানজুর চৌধুরী দাবি করেন, মৃত্যুশয্যায় তৈমুর একটি ‘জবানবন্দি’ দিয়ে গেছেন। সেখানে তার মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করেছেন। ঢাকার বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক সেটি লিপিবদ্ধ করেছেন।

তিনি বলেন, ‘আইসিইউতে মোবাইল বা অন্যকোনও ডিভাইস নিয়ে যাওয়া যায় না। তাই চিকিৎসক নিজের হাতে তৈমুরের কথা লিখেছেন। লেখার পর সেখানে তৈমুরের আঙুলের ছাপ ও স্বাক্ষর নেওয়া হয়। সেটি এখনও পরিবারের কাছে আছে। তদন্তের স্বার্থে পুলিশকে তা দেওয়া হবে।’

তিনি আরও দাবি করেন, ‘ভাই-ভাবির সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তাদের দুই মেয়ে রয়েছে। গত ১১ এপ্রিল (সোমবার) ভোর ৬টার দিকে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে ভাইয়ার চিৎকার শুনে পাশের ফ্ল্যাট থেকে দৌড়ে যাই। গিয়ে দেখি, গরম পানি ঢেলে ভাইয়ার শরীর ঝলসে দেওয়া হয়েছে। তখন ফ্ল্যাটে ভাই, ভাবি ও তাদের দুই মেয়ে ছাড়া আর কেউ ছিল না। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের ৬০ শতাংশ ঝলসে যায় বলে চিকিৎসকরা জানান। অবস্থার অবনতি হওয়ায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।’ 

নিহতের স্ত্রী রূপা পুলিশের কাছে দাবি করেছেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য কেউ এ চক্রান্ত করেছে। ওইদিন সেহেরি খাওয়ার পর আমি ঘুমিয়ে যাই। তার (তৈমুর) গায়ে গরম পানি কীভাবে পড়েছে তা আমি জানি না।’

/এফআর/
সম্পর্কিত
ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা
জেল থেকে বেরিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
এবার ভারতের দাবাড়ুর সঙ্গে বাংলাদেশের মননের ড্র
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের