X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে সরকারি জমি উদ্ধারে ২৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ২২:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:৪৮

চাঁদপুরের হাইমচর উপজেলার টিপুনগরের ৪৮ একর সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চাঁদপুর সদরের সিনিয়র সহকারী জজ মো. মহিউদ্দিনের আদালতে ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পক্ষে মামলাটি করেন সরকারি কৌঁসুলি মো. আব্দুর রহমান। মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩১ মে মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন বিচারক। এসব তথ্য নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি মো. আব্দুর রহমান।

গ্রহীতা হিসেবে জমি দখলে নেওয়ায় মামলায় প্রথমপক্ষে আসামি হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ ওরফে টিপু, নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন আহমেদ, হুমায়ুন কবির পাটোয়ারী, মো. মুনছুর আহম্মদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

সাফ-কবলা ও দানপত্রমূলে জমিদাতা হিসেবে দ্বিতীয়পক্ষে আসামি হলেন হাইমচরের মৃধারকান্দি এলাকার আ. ফারুক সরদার, আবুল সরদার, ঢাকার মিরপুরের নুর মোহাম্মদ, মাসুম হোসেন, শরীয়তপুরের গোসাইরহাটের পিয়ারা বেগম, আকলিমা বেগম, তছলিমা বেগম, মো. সুমন মিয়া হৃদয়, ফাহিমা আক্তার, মো. শরীফ মিয়া, হাইমচরের নূর মোহাম্মদ, লক্ষ্মীপুরের জয়নাল আবেদীন মোল্লা, মিরপুরের মাজেদা বেগম, মো. নাছির
মৃধা, মো. রাসেল, হাসিনা আক্তার, শাহীনা বেগম, মোহাম্মদপুরের মো. সালাউদ্দিন ও মো. ফিরোজ ইকবাল। তৃতীয়পক্ষে আসামি হলেন হাইমচর উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার অসীম কল্লোল।

স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সাবেক সাব-রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হাইমচরের নীলকমল ইউনিয়নের বাহেরচরে ১৯৫০ সালে নদীতে জেগে ওঠা জমি পরবর্তী সময়ে সরকারি স্বত্ব স্বার্থ বজায় রেখে কৃষকদের মধ্যে অস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু জাওয়াদুর রহিম ওয়াদুদ বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে হাইমচরের ৪ নম্বর নীলকমল ইউনিয়নের বাহেরচরে ৪৮ দশমিক ৫২ একর (৪ হাজার ৮৫২ শতাংশ) জমি হাইমচরের সাবেক সাব-রেজিস্ট্রারের সহযোগিতায় ভুয়া দলিল মূলে মালিকানা নেন। পরে সেখানে মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজি বাগান করেন। ওই এলাকার নাম বদলে নিজের নামে টিপুনগর নামকরণ করেন। এ অবস্থায় জেলা প্রশাসক গত বছরের ৩১ আগস্ট ওই মৌজার জরিপ কাজ সম্পন্ন করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরে চিঠি দেন। পরে জানা যায় ওই জমিতে দ্বিতীয়পক্ষের আসামিদের স্বত্ব ও স্বার্থ ছিল না। প্রথমপক্ষের আসামিরা জোর করে তাদের কাছ থেকে জমি নিয়েছেন। হাইমচরের সাবেক সাব-রেজিস্ট্রার দলিলগুলো সৃজন করায় সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই দলিলগুলো বাতিল করার আবেদন জানানো হয়। সেই সঙ্গে মামলার খরচ ও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা সরকারপক্ষে মামলা করেছি, যাতে সরকারি সম্পত্তি সরকারের কাছে আসে। মামলায় পাঁচ জন জমিগ্রহীতা, ১৯ জন জমিদাতা এবং একজন সাব-রেজিস্ট্রারকে আসামি করা হয়েছে। ৪৮ একর জমি উদ্ধারে এই মামলা হয়েছে। তারা আরও জমি দখলে নিয়েছে কিনা তা এখানে আসেনি।’

সাব-রেজিস্ট্রারকে আসামি করার বিষয়ে তিনি বলেন, ‘সাব-রেজিস্ট্রার জানেন ওখানে জরিপ হয়নি। এগুলো সরকারি জমি। তারপরও তিনি কীভাবে রেজিস্ট্রি করলেন। যদি আমরা রায় পাই তখন তো দলিলগুলো বাতিলের জন্য অর্ডার দেবেন আদালত। সাব-রেজিস্ট্রার আইন মন্ত্রণালয়ের অধীন হওয়ায় ইতোমধ্যে তার এসব কর্মকাণ্ড জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। তার বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’

উল্লেখ্য, হাইমচরের ওই এলাকাটি বর্তমানে শিক্ষামন্ত্রী দীপু মনির বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ ওরফে টিপুর নামে ‘টিপুনগর’ হিসেবে পরিচিত।

/এএম/
সম্পর্কিত
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!