X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোবাইলে গেম খেলা নিয়ে ঘর ছাড়ার ৫ মাস পর কিশোরকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২২, ১৯:৫১আপডেট : ০৭ মে ২০২২, ১৯:৫১

চট্টগ্রামে মোবাইলে গেম খেলা নিয়ে শাসন করায় মা-বাবার সঙ্গে অভিমান করে ঘর থেকে পালিয়ে যাওয়া দশম শ্রেণির এক ছাত্রকে পাঁচ মাস পর উদ্ধার করেছে র‌্যাব। তার নাম অভিক দে (১৫)। সে রাউজান থানাধীন ডাবুয়া ইউনিয়নের প্রভাস দের ছেলে। থাকে নগরের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার ভাড়া বাসায়।

শুক্রবার (৬ মে) রাত ১১টায় নগরের চান্দগাঁও থানাধীন একটি রেস্ট হাউসের নিচের পানের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার (৭ মে) বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য  জানিয়ে র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মো. ইউসুফ বলেন, ‘২০২১ সালের ১০ ডিসেম্বর দুপুর ২টার দিকে অভিক দে চকবাজারের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই বছরের ১১ ডিসেম্বর চকবাজার থানায় মা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চকবাজার থানায় তিন জনকে আসামি করে একটি মামলা করা হয়।’

মা-বাবার সঙ্গে অভিক

র‍্যাবের এই কর্মকর্তা জানান, অভিক জানিয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর দুপুরে মোবাইলে গেম খেলছিল। তখন বাবা-মা তাকে বলে ‘লেখাপড়া বাদ দিয়ে গেমস খেলছো কেন’? এরপর তারা শাসন করে। এক পর্যায়ে তার বাবা রাগের মাথায় বলে ‘তোমার রোজগার তুমি করে খাও’ এই নিয়ে রাগ করে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। ঘটনার দিনই অভিক দে চট্টগ্রাম শহরের অলংকার এলাকার একটি রেস্টুরেন্টে চাকরি নেয়। সেখানে এক মাস ২২ দিন চাকরি করার পর চান্দগাঁও নতুন থানার মোড় এলাকার আরেকটি রেস্টুরেন্টে চাকরি নেয়। সেখানে সে গত ১ ফেব্রুয়ারি থেকে কাজ করতে থাকে। একপর্যায়ে সেখানকার এক কর্মীর কথায় ক্ষুব্ধ হয়ে সেটি ছেড়ে পুনরায় চান্দগাঁও নতুন থানার মোড় নিউ চান্দগাঁও রেস্ট হাউজে চাকরি নেয়। ১৫ ফেব্রুয়ারি থেকে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত সেখানে কর্মরত ছিল।

আরও জানান, সে নিখোঁজ থাককালে সব জায়গায় তার আসল নাম পরিবর্তন করে নয়ন দে নামে পরিচয় দেয় এবং ইচ্ছে করেই বাবা-মাকে তার অবস্থানের কথা বলেনি।

/এফআর/
সম্পর্কিত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী