X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেল থেকে নামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ মে ২০২২, ২১:৪৪আপডেট : ১৫ মে ২০২২, ২১:৪৪

কক্সবাজারের টেকনাফে পূর্ববিরোধের জেরে নুরুল হক ভুট্টো নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে ভুট্টো মারা যান। এর আগে বিকালে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে ফেলে যায় প্রতিপক্ষ মো. একরাম, তার ভাই আব্দুর রহমান ও তাদের অনুসারীরা।

নিহত ভুট্টো (৩৫) টেকনাফের নাজিরপাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে। আহতরা হলেন তার ফুফাতো ভাই আব্দুর শুক্কুর (৩৬) ও চাচা গুরা মিয়া (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একরাম ইয়াবা ব্যবসায়ী। ভুট্টো মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ইউপি নির্বাচনে ভুট্টোর চাচাতো ভাই ও একরামের চাচা মেম্বার প্রার্থী হন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। তখন থেকেই বিরোধ চলে আসছিল দুই পক্ষের।

রবিবার বিকালে টেকনাফের সাবরাং এলাকা থেকে সালিশ শেষে ভুট্টো ও তার সহযোগীরা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মৌলভীপাড়া এলাকায় তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে একরাম, আব্দুর রহমান ও তাদের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় তার ফুফাতো ভাই আব্দুর শুক্কুর ও চাচা গুরা মিয়াকেও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাত কামাল বলেন, ‘একজনের পা বিচ্ছিন্নসহ তিন জনকে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি দেখে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারে নেওয়ার পথে একজন মারা গেছেন।’

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।’

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘উভয় পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। দ্বন্দ্বের জেরে নুরুল হককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, ইউপি নির্বাচনে শত্রুতার জের ধরে আমাকে না পেয়ে জেঠাতো ভাই নুরুল হককে কুপিয়ে হত্যা করেছে একরাম ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে