X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘুষি মেরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের দাঁত ফেলে দেওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৬:২৩আপডেট : ০৪ জুন ২০২২, ১৬:২৩

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি প্রতীক) মোশারফ হোসেনের এক সমর্থককে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (০৩ জুন) সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোশারফ হোসেন। হামলার শিকার সমর্থকের নাম মো. সাগর। তিনি শুভপুর এলাকার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন বলেন, ‘আমার কর্মী শুভপুরের বাসার ছাদে বসা ছিলেন। তার বাসার সাথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইকরামের একটি উঠান বৈঠক ছিল। কে বা কারা বৈঠকে একটা কিছু ছুড়ে মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইকরামের সমর্থক জাকির ও সাদ্দাম আমার কর্মীকে বেদম মারধর করে। এ সময় মুখে ঘুষি দিলে তার একটি দাঁত পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘সাদ্দাম সদরের পাঁচথুবি ইউনিয়নের ভোটার। তার বাড়ি ওখানে। সে নিজে বহিরাগত ও আরও বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে আমার লোকদের মারধরের হুমকি দিচ্ছে। আমি নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করবো।’

অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী রেডিও প্রতীকের আমিনুল ইকরাম বলেন, ‘বৈঠকে কিছু একটা ছুড়ে মারার ঘটনায় সাগরকে সন্দেহ করে থাপ্পড় দেওয়া হয়। পরে ছেলের বাবা এসে আমাকে বললে বিষয়টা মীমাংসা করে দিই।এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এটা নিয়ে এত কিছু করার কী আছে! এগুলো মোশারফের কাজ। আর আমার কোনও বহিরাগত লোক নেই। এসব ভুয়া কথা।’

এ বিষয়ে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রাজশাহী ও খুলনার মেয়র
সূচনার সূচনাতে থাকছে যানজট নিরসন
শপথ নিলেন নতুন দুই মেয়র ও পাঁচ চেয়ারম্যান
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী