X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ২১:২৯আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন ও অপহরণ চেষ্টার অভিযোগে রিপন মিয়া নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষক রিপন মিয়া সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তিনি সলিমগঞ্জ ইউনিয়নের দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন রিপন মিয়া। বিষয়টি ওই ছাত্রী পরিবারকে জানালে একাধিকবার সতর্ক করা হয় তাকে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করেন। শনিবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় সিএনজি নিয়ে ওঁৎ পেতে থাকেন তিনি। একপর্যায়ে ওই ছাত্রীকে জোর করে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যান রিপন মিয়া। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবনাথ মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘অপহরণের দৃশ্য আমি বাড়ি থেকে দেখে দ্রুত ঘটনাস্থলে যাই। অন্য ছাত্রীদের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।’ 

এ বিষয়ে দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল কাজী খলিলুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। এ ঘটনায় তাকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ঘটনার পর শনিবার রাতে যৌন নির্যাতন ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগীর মা মামলা করেছেন। ওই মামলায় শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মুখোশ পরিয়ে বেত্রাঘাত চড় থাপ্পড় লাথি, নির্যাতন না অন্য কিছু?
মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সেনাবাহিনীর
বিবিএস জরিপদেশে ৭৫.৯ শতাংশ নারী নির্যাতনের শিকার, সর্বাধিক যৌন নির্যাতন বরিশালে
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল