X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন রামগড়, অতিষ্ঠ জনজীবন

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ০৪:১০আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৪:১০

খাগড়াছড়ির রামগড়ে গত ২ থেকে ৩ দিন ধরে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবামূলক এবং ব্যবসায়িক কর্মকাণ্ড।

রামগড় বাজারের ব্যবসায়ী শাহ আলম জানান, গত ২ থেকে ৩ দিন ধরে লোডশেডিং খুব বেশি হচ্ছে। বিদ্যুৎ এসে আধ ঘণ্টা থেকে আবার চলে যাচ্ছে। এতে করে রান্না থেকে ঘর-গৃহস্থালির কাজ এবং ব্যবসা-বাণিজ্য করতে সমস্যা হচ্ছে। দিনে ও রাতে ১০-১২ বার করে বিদ্যুৎ চলে যাচ্ছে। ছেলে-মেয়েরা ঠিকমত পড়ালেখা করতে পারছে না।  গরমে পরিবারের সবাইকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি।

গৃহবধূ উম্মে হাবিবা বলেন, দিনে-রাতে সমানতালে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে রাতে গরমে ঘুমাতে পারছি না। ২ থেকে ৩ দিন হলো এমন হচ্ছে। রাতে ছোট বাচ্চাদের পাখার বাতাস দিয়ে ঘুম পাড়াতে হচ্ছে।

রামগড়ের বেসরকারি ল্যাব টেকনিশিয়ান নুর আলম বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জেনারেটর দিয়ে কাজ করতে হয়। আবার কিছু কিছু মেশিন জেনারেটর দিয়ে চালানোও সম্ভব হচ্ছে না। তাছাড়া এক্স-রে এবং প্যাথলজি ডিপার্টমেন্টেও ঠিকভাবে কাজ করা যাচ্ছে না।

পৌর এলাকার রাইস মিলের মালিক হাশেম মিয়া জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন আমাদের চাল, মসলা তৈরির পিক টাইম। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। দিনে ১০-১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার গেলে এক থেকে ২ ঘণ্টা পর আসছে।

রামগড়ে কেন এমন লোডশেডিং হচ্ছে জানতে চাইলে উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আহসান উল্যাহ জানান, আমরা জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম পাচ্ছি। গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। রামগড়ে সাধারণত বিদ্যুতের চাহিদা থাকে ৩ মেগাওয়াট কিন্তু গ্রিড থেকে পাচ্ছি মাত্র ১ মেগাওয়াট। সে কারণে প্রায় ৭-৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

তিনি আরও বলেন, এ কারণে  আমরা রেশনিং করে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। কিছু ফিডার বন্ধ করে অন্য ফিডারগুলো চালু রাখছি। এতে দেখা যাচ্ছে— কোন এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে পরের ঘণ্টায় তারা আবার বিদ্যুৎ পাচ্ছে। আর এটি হাটহাজারী বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, খোঁজ নিয়ে জেনেছি— জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা চাহিদার ৪ ভাগের একভাগ পাচ্ছি। সেটা দিয়ে মোটামুটি বেকআপ দেওয়া হচ্ছে।  যতদূর জানি গ্যাস সংকটের কারণে উৎপাদন কম হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানে যোগাযোগ অব্যাহত রয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার