X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন রামগড়, অতিষ্ঠ জনজীবন

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ০৪:১০আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৪:১০

খাগড়াছড়ির রামগড়ে গত ২ থেকে ৩ দিন ধরে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবামূলক এবং ব্যবসায়িক কর্মকাণ্ড।

রামগড় বাজারের ব্যবসায়ী শাহ আলম জানান, গত ২ থেকে ৩ দিন ধরে লোডশেডিং খুব বেশি হচ্ছে। বিদ্যুৎ এসে আধ ঘণ্টা থেকে আবার চলে যাচ্ছে। এতে করে রান্না থেকে ঘর-গৃহস্থালির কাজ এবং ব্যবসা-বাণিজ্য করতে সমস্যা হচ্ছে। দিনে ও রাতে ১০-১২ বার করে বিদ্যুৎ চলে যাচ্ছে। ছেলে-মেয়েরা ঠিকমত পড়ালেখা করতে পারছে না।  গরমে পরিবারের সবাইকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি।

গৃহবধূ উম্মে হাবিবা বলেন, দিনে-রাতে সমানতালে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে রাতে গরমে ঘুমাতে পারছি না। ২ থেকে ৩ দিন হলো এমন হচ্ছে। রাতে ছোট বাচ্চাদের পাখার বাতাস দিয়ে ঘুম পাড়াতে হচ্ছে।

রামগড়ের বেসরকারি ল্যাব টেকনিশিয়ান নুর আলম বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জেনারেটর দিয়ে কাজ করতে হয়। আবার কিছু কিছু মেশিন জেনারেটর দিয়ে চালানোও সম্ভব হচ্ছে না। তাছাড়া এক্স-রে এবং প্যাথলজি ডিপার্টমেন্টেও ঠিকভাবে কাজ করা যাচ্ছে না।

পৌর এলাকার রাইস মিলের মালিক হাশেম মিয়া জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন আমাদের চাল, মসলা তৈরির পিক টাইম। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। দিনে ১০-১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার গেলে এক থেকে ২ ঘণ্টা পর আসছে।

রামগড়ে কেন এমন লোডশেডিং হচ্ছে জানতে চাইলে উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আহসান উল্যাহ জানান, আমরা জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম পাচ্ছি। গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। রামগড়ে সাধারণত বিদ্যুতের চাহিদা থাকে ৩ মেগাওয়াট কিন্তু গ্রিড থেকে পাচ্ছি মাত্র ১ মেগাওয়াট। সে কারণে প্রায় ৭-৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

তিনি আরও বলেন, এ কারণে  আমরা রেশনিং করে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। কিছু ফিডার বন্ধ করে অন্য ফিডারগুলো চালু রাখছি। এতে দেখা যাচ্ছে— কোন এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে পরের ঘণ্টায় তারা আবার বিদ্যুৎ পাচ্ছে। আর এটি হাটহাজারী বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, খোঁজ নিয়ে জেনেছি— জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা চাহিদার ৪ ভাগের একভাগ পাচ্ছি। সেটা দিয়ে মোটামুটি বেকআপ দেওয়া হচ্ছে।  যতদূর জানি গ্যাস সংকটের কারণে উৎপাদন কম হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানে যোগাযোগ অব্যাহত রয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’