X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পাহাড় কাটার অপরাধে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৭:৫৪আপডেট : ২০ জুলাই ২০২২, ১৭:৫৪

পাহাড় কাটার অপরাধে খাগড়াছড়ির মহালছড়িতে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়ায় দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট করছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত মহালছড়ি বাজারের সব দোকানপাট বন্ধ রেখে দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর মুক্তির দাবি জানান তারা। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

এর আগে দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর মুক্তির দাবি জানানো হয়।

তবে ব্যবসায়ীদের বিক্ষোভ ও ধর্মঘটের দিনে নিজ কার্যালয়ে আসেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার।

এদিকে, দোকানপাট বন্ধ রাখায় মহালছড়ি বাজারে কেনাকাটা করতে আসা লোকজন ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ‌‘উপজেলা নির্বাহী কর্মকর্তা মহালছড়িতে যোগদানের পর থেকে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছেন। কিন্ডারগার্টেন স্কুল নির্মাণের জন্য ইউএনওর নির্দেশে পাহাড় কাটা হয়েছিল। তা দেখে অনেকে পাহাড় কেটেছেন। কিন্তু পাহাড় না কেটেও সাজা পেয়েছেন ব্যবসায়ী আব্দুর রশিদ। তাকে অন্যায়ভাবে ডেকে নিয়ে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রথমে জরিমানা এবং পরে সাত দিনের কারাদণ্ড দেন ইউএনও। অবিলম্বে ওই ব্যবসায়ীর মুক্তি চাই। সেইসঙ্গে ইউএনওকে অপসারণ না করা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন, ‘পাহাড় কেটে পরিবেশ বিধ্বংসী কাজ করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যারাই পরিবেশ বিধ্বংসী কাজ করবে তাদেরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। আর কিন্ডারগার্টেন স্কুল নির্মাণের জন্য কোনও পাহাড় কাটা হয়নি। এটি ব্যবসায়ীদের মিথ্যা তথ্য।’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মহালছড়ি বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদকে পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশাধে ব্যর্থ হওয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
পাটের বস্তা ব্যবহার না করায় ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ