X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ২১ আগস্ট ২০২২, ২২:৩২

কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার (২১ আগস্ট) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে এ অভিযোগ গঠন হয়। অভিযুক্ত বাকি পাঁচ আসামিরা হলো এ টি এম মঞ্জুরুল ইসলাম রতন, আবু নাছের চৌধুরী আজাদ, এ কে এম নাজমুল আহসান, মো. ইদ্রিস মিয়া ও মো. ইমরান হোসেন জিয়া।

মামলার এজাহারে বলা হয়, নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় বন্ধন নাথ নামে এক প্রবাসী পুরনো এক ভবন কিনে সেটি ভেঙে ২০১৬ সালে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। ওই বছরের ৯ ফেব্রুয়ারি ভবনের কাজ শুরুর পর দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী কোটি টাকা চাঁদাদাবি করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী বন্ধন নাথকে মারধরের পাশাপাশি পিঠে গুলি করা হয়। পরে সন্ত্রাসীদের চাপের মুখে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। ২০১৮ সালের ২ ফ্রেব্রুয়ারি ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু হলেও আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সন্ত্রাসীরা। ওই টাকার জন্য সন্ত্রাসীরা এক পর্যায়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক প্রবাসী বন্ধন নাথ বাদী হয়ে দেবাশীষ নাথ দেবুকে প্রধান করে ছয় জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এজাহারভুক্ত ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পাঁচলাইশ থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ ওয়ালী আকবর।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তসলিম উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, পাঁচলাইশ থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় দেবাশীষ নাথ দেবুসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। তবে আদালতে আসামিরা অভিযোগপত্র থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। 

 

/টিটি/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল