X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ২১ আগস্ট ২০২২, ২২:৩২

কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার (২১ আগস্ট) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালতে এ অভিযোগ গঠন হয়। অভিযুক্ত বাকি পাঁচ আসামিরা হলো এ টি এম মঞ্জুরুল ইসলাম রতন, আবু নাছের চৌধুরী আজাদ, এ কে এম নাজমুল আহসান, মো. ইদ্রিস মিয়া ও মো. ইমরান হোসেন জিয়া।

মামলার এজাহারে বলা হয়, নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় বন্ধন নাথ নামে এক প্রবাসী পুরনো এক ভবন কিনে সেটি ভেঙে ২০১৬ সালে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। ওই বছরের ৯ ফেব্রুয়ারি ভবনের কাজ শুরুর পর দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী কোটি টাকা চাঁদাদাবি করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী বন্ধন নাথকে মারধরের পাশাপাশি পিঠে গুলি করা হয়। পরে সন্ত্রাসীদের চাপের মুখে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। ২০১৮ সালের ২ ফ্রেব্রুয়ারি ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু হলেও আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সন্ত্রাসীরা। ওই টাকার জন্য সন্ত্রাসীরা এক পর্যায়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক প্রবাসী বন্ধন নাথ বাদী হয়ে দেবাশীষ নাথ দেবুকে প্রধান করে ছয় জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এজাহারভুক্ত ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পাঁচলাইশ থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ ওয়ালী আকবর।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তসলিম উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, পাঁচলাইশ থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় দেবাশীষ নাথ দেবুসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। তবে আদালতে আসামিরা অভিযোগপত্র থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। 

 

/টিটি/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা