X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে: পুলিশ সুপার

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৮:২৩আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:২৩

কিশোর অপরাধরোধের বিষয়ে কুমিল্লার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেছেন, কুমিল্লায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। তবে তা নিয়ন্ত্রণের বাইরে নয়। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের টিম নিয়োজিত রাখবো। প্রতিনিয়ত নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দেবে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে। যারা পেছন থেকে কিশোর গ্যাং পরিচালনা করে তাদেরও আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কুমিল্লার নিরাপত্তায় পুলিশের কি কি উদ্যোগ থাকবে এবং অপরাধ দমনে কেমন প্রদক্ষেপ নেবে এসব বিষয়ে কথা বলেন পুলিশ সুপার।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘অনেক ঘটনা ঘটে গেছে। আমরা সেগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনছি। এছাড়া আমি এসেই নির্দেশনা দিয়েছি, অপরাধের একটা পরিসংখ্যান তৈরি করতে। এসব থেকে জানতে পারি, কুমিল্লা যেহেতু একটি বড় অংশ সীমান্তে পড়েছে তাই মাদকের অবস্থা ভয়াবহ। কিশোর অপরাধ, গুজব ছড়ানো, ডাকাতি, হাইওয়েতে ডাকাতি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রয়েছে। আমরা ভাবছি সেগুলোর দীর্ঘমেয়াদি সমাধান কীভাবে করা যায়। সেজন্য আমরা অপরাধের ধরন, কারণ, ছড়ানোর পদ্ধতি ও রোধের উপায় সম্পর্কে বিশ্লেষণ করবো। এরপর দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কাজ করবো।’ 

আরও পড়ুন: কুমিল্লায় শাহাদাত হত্যা: ১৬ আসামির স্বীকারোক্তি

পুলিশ সুপার আরও বলেন, ‘কুমিল্লা দেশের অন্যতম জেলা। এই জেলা দিয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কে যেন ডাকাতি না হয়, সেদিকে আমরা নজর দেবো। হাইওয়ে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।’ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘কুমিল্লায় মাদকদ্রব্য বন্ধ করা চ্যালেঞ্জিং। কিন্তু অসম্ভব নয়। যেহেতু এটি মাদকের ট্রানজিট পয়েন্ট সেহেতু আমরা পয়েন্টগুলো চিহ্নিত করে অভিযান চালাবো। মাদকের বিরুদ্ধে কোনও ছাড় দেওয়া হবে না।’

এ সময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের কাছ থেকে মুক্ত পরামর্শ গ্রহণ করেন। সেইসঙ্গে সাংবাদিকদের কল্যাণে মিডিয়া সেল তৈরির আশ্বাস দেন। 

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীম, এম তানভীর আহমেদ ও রাজন কুমার দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ৩০ জনের নামে মামলা

গত শুক্রবার (১৯ আগস্ট) বিকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতরা কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্য। 

এ ঘটনায় ২০ আগস্ট রাতে নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং ছয় জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত ছয় জনকে র‍্যাব, নয় জনকে পুলিশ এবং দুই জনকে গ্রেফতার করে ডিবি।

/এএম/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা