X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিলামে উঠছে বিএমডব্লিউ-রেঞ্জ রোভারসহ বিভিন্ন ব্র্যান্ডের ৭৯ গাড়ি

নিজস্ব প্রতিবেদন, চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩২

নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে আসা নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের ৭৯টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়ি বিশেষ সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়। পরে আমদানিকারকরা গাড়িগুলো খালাস করেননি। এসব গাড়ি নিলামে বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ক্লিয়ারেন্স পারমিট (সিপি) সংগ্রহ করেছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন এই তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরে কার্নেট দি প্যাসেজ সুবিধায় আমদানি করা ৭৯টি গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করেছে। সুতরাং নিলাম ক্রেতাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন করে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করতে হবে না। এসব গাড়ির নিলাম হবে ই-অকশন পদ্ধতিতে। আশা করছি, এসব গাড়ি বিক্রিতে আমরা ভালো সাড়া পাবো।’

কাস্টম হাউস থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে বিক্রি যোগ্য গাড়িগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুইজার, রেঞ্জ রোভার, জাগুয়ার, লেক্সাস ও মিটসুবিশি। চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইট ও জাতীয় রাজস্ববোর্ডের ওয়েবসাইটে ৭৯টি গাড়ির নিলাম সংক্রান্ত বিষয়ে তথ্য জানা যাবে। এইসব ওয়বসাইটে রবিবার (১৮ সেপ্টেম্বর) থেকে দরপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহী ক্রেতারা ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে রক্ষিত গাড়িগুলো পরিদর্শন করতে পারবেন।

এতে আরও বলা হয়, ক্রেতাকে গাড়ি পরিদর্শনের জন্য উল্লেখিত তারিখের তিন দিন আগে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি ই-মেইল অথবা ০১৫৫০০০৫৩১১ নম্বরে হোয়াটসঅ্যাপে আবেদন করে পাস সংগ্রহ করতে হবে। আগ্রহী দরদাতারা ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস ও জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত ই-অকশন লিংকে প্রবেশ করে দরপত্র দাখিল করতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
২৫ কেজি সোনা বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে না কেন?
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা