X
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
৯ আশ্বিন ১৪৩০

বিএনপি নেতা বুলুর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা

কুমিল্লা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪

কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। কুমিল্লার লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৬ এ মামলা করেছেন। 

আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মামলার বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন: হামলায় আমার মাথা ফেটেছে, স্ত্রীর হাত ভেঙেছে: বুলু

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন—সাইকচাইল এলাকার রঙ্গু মিয়ার ছেলে মো. সাফায়েত হোসেন (৪৫), জাওড়া (পশ্চিম পাড়া) এলাকার কালা মিয়ার ছেলে আতাউর রহমান শিপন (৩৮), মো. মানিকের ছেলে বাবু (৩২), বড় কাচি এলাকার মজু মিয়ার (সুপারী বেপারী) ছেলে রুবেল হোসেন (৩৮), সাইকচাইলের তোরাব আলীর ছেলে তাজুল ইসলাম (৪২), ছুট্টি মিয়ার ছেলে সাজু আহাম্মদ (৩০), বড় কাঁচি এলাকার তোফায়েল মেম্বারের ছেলে সাইফুল ইসলাম (৩৩), জাওড়া (পূর্বপাড়া) এলাকার কাশেম মিয়ার ছেলে হুমায়ুন কবির (৪২), সাইকচাইল এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মাজহারুল ইসলাম (৪০), বিপুলাসার এলাকার মৃত মানিকের ছেলে মো. রাকিব (২৮), জাওড়া (পশ্চিম পাড়া) এলাকার আব্দুর রবের ছেলে মানিক মিয়া (৩৫), বড় কাঁচির আবুল কাশেমের ছেলে ইমন হোসেন (৩৮), জাওড়া (পশ্চিম পাড়া) এলাকার মোতালেব ভূঁইয়ার ছেলে জহিরুল ইসলাম (৩৫), সাইকচাইলের নূরুন নবীর ছেলে বিজয় (৩২), কেয়ারী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক (৩৬), রুদ্রপুর এলাকার আবুল কাশেম আজাদের ছেলে মাসুদ পারভেজ (৩৭), দিশাবন্দ এলাকার কালা মিয়ার ছেলে সেলিমসহ (৩৭)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু সস্ত্রীক নোয়াখালীর সোনামুড়া বাসা থেকে ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বিকাল ৫টার সময় আসলে তার গাড়ির চাকার হাওয়া শেষ হয়ে যায়। গাড়িচালক হাওয়া নিতে গেলে বিএনপি নেতা বুলু, তার স্ত্রী ও তার সঙ্গে আসা নেতা-কর্মীরা মক্কা ক্যাফে রেস্টুরেন্টে চা পান করতে যান। খেতে যায়। এ সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা করে। এ সময় বিএনপি নেতা বুলু, তার স্ত্রী, মনোহরগঞ্জের স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৭-৮ জন আহত হন। বুলুর মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রীকে জিআই পাইপ দিয়ে পেটানো হয় এবং অন্য নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, ‘আমরা মামলার আবেদন করেছি। আদালত গ্রহণ করে তা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
অটোরিকশা থেকে ৭টি স্বর্ণের বারসহ গ্রেফতার ২
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে
স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে যাওয়া ৪ সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে মুরগিবাহী গাড়ির ধাক্কায় যুবক নিহত
যাত্রাবাড়ীতে মুরগিবাহী গাড়ির ধাক্কায় যুবক নিহত
রবের্তো আলিফানো : শত জল ঝরনার ধ্বনি
রবের্তো আলিফানো : শত জল ঝরনার ধ্বনি
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
আড়ালেই থেকে যায় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতারা
আড়ালেই থেকে যায় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতারা
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
রুশ ফ্রন্টলাইনকে ‘নরকে’ পরিণত করছে ইউক্রেন
রুশ ফ্রন্টলাইনকে ‘নরকে’ পরিণত করছে ইউক্রেন
পোশাকে তরকারির তেল-ঝোল লাগলে কী করবেন?
পোশাকে তরকারির তেল-ঝোল লাগলে কী করবেন?
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে