X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ভালোবাসায় সিক্ত সাফজয়ী ৩ ফুটবলার

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯

নিজ জেলা খাগড়াছড়িতে ভালোবাসায় সিক্ত হলেন তিন ফুটবলার আনাই মগিনী, তার বোন আনুচিং মগিনী, মনিকা চাকমা। পাশাপাশি তাদের সঙ্গে সহকারী কোচ তৃষ্ণা চাকমাকেও শুভেচ্ছা জানানো হয়।  বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সংবর্ধনায় অংশ নেন। ফুটবলার ও কোচের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, নগদ অর্থ ও ক্রেস্ট।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি তিন ফুটবলার ও কোচ এসে পৌঁছালে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাদের ফুল দিয়ে শুভেছা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

 পরে সুসজ্জিত একটি ছাদ খোলা গাড়িতে করে শোভাযাত্রাসহ খাগড়াছড়ি স্টেডিয়ামে তাদের নিয়ে যাওয়া হয়। এ সময় ব্যান্ড দলের বাদ্যের তালে তালে জাতীয় পতাকা হাতে তারা হাত নেড়ে পথচারীদর ভালোবাসার জবাব দেন। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলার ও কোচের হাতে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া তিন ফুটবলার ও কোচকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

হাজারো মানুষের উপস্থিতিতে ও ভালোবাসায় সিক্ত তিন ফুটবলার বক্তব্য দিতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। তারা দেশের জন্য এবং দেশের সম্মানের জন্য সর্বোচ্চ অবদান রাখার প্রত্যয় জানান। 

গত ১৯ সেপ্টেম্বর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোল হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক