X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৫ দিনেও চাল পাননি মীরসরাইয়ের জেলেরা

মোহাম্মদ ইউসুফ, মীরসরাই
২২ অক্টোবর ২০২২, ২০:১৪আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২০:১৪

মাছ ধরার নিষেধাজ্ঞার ১৫ দিনেও ভিজিএফ কর্মসূচির চাল পাননি মীরসরাইয়ের জেলেরা। ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে চাল পাবেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ৭ থেকে ২৮ অক্টোবর দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ অবস্থায় মীরসরাইয়ের ডোমখালী, সাহেরখালী, বামনসুন্দর ও মুহুরী প্রজেক্ট ঘাটে মাছ ধরা বন্ধ রয়েছে।

এ সময় কর্মহীন জেলেদের ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়ার কথা থাকলেও এখনও বিতরণ শুরু হয়নি। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। চাল বিতরণ করতে আরও এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলায় দুই হাজার ২৬ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এছাড়া চলতি বছর প্রায় ৬০০ জেলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। মাছ ধরা বন্ধ থাকাকালীন নিবন্ধিত জেলেদের সরকারের পক্ষ থেকে চাল সহায়তা দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় জেলে নেতা হিরালাল জলদাশ বলেন, ‘যে পরিমাণ চাল বরাদ্দ আসে তার থেকে কয়েকগুণ বেশি জেলে রয়েছেন মীরসরাইয়ে। যাদের চাল দেওয়া হয় তারা সময়মতো পাচ্ছেন না। চাল দিতে গিয়ে দেখা যায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে। এ কারণে জেলেদের ধারদেনা করে সংসার চালাতে হয়।’

ডোমখালী এলাকার জেলে জলদাশ বলেন, ‘এবার ভরা মৌসুমে সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়েনি। তার ওপরে প্রাকৃতিক দুর্যোগ। ফলে মাছ ধরার সময় সাগরে থাকতে পারিনি। এজন্য ঋণে জর্জড়িত। এখন ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। কিস্তির টাকা কি করে পরিশোধ করবো বুঝতেছি না। সরকারিভাবে চাল দেওয়ার কথা থাকলেও ১৫ দিনেও পাইনি।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ‘৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। উপজেলায় দুই হাজার ২৬ জন্য নিবন্ধিত জেলে রয়েছেন। এছাড়া চলতি বছর প্রায় ৬০০ জেলের নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়েছে। তাদের জন্য বরাদ্দকৃত চাল চট্টগ্রামে ডিসি অফিসে এসেছে। সেখান থেকে বিভিন্ন উপজেলার জেলেদের সংখ্যা অনুযায়ী চাল পাঠানো হবে। ডিসি অফিস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাল পাঠানো হবে। তারপর আমরা জেলেদের মাঝে বিতরণ করবো। চাল বিতরণ করতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।’

/এএম/
সম্পর্কিত
সুন্দরবনের দুবলার চরকমেছে শুঁটকি উৎপাদন, কষ্টের কথা জানালেন জেলেরা
ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেপল্লীতে ঈদের আমেজ
সেন্টমার্টিনে স্পিডবোট-ডুবি, ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার
সর্বশেষ খবর
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ