X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সাগরে ড্রেজারসহ ডুবে যাওয়া ৮ শ্রমিকের

মোহাম্মদ ইউসুফ, মীরসরাই
২৫ অক্টোবর ২০২২, ১৮:৩৮আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮:৩৮

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরে থাকা ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের সন্ধান ২১ ঘণ্টায়ও মেলেনি। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকার বেড়িবাঁধ থেকে ৫০০ ফুট দূরত্বে সাগরের মাঝে রাখা ছিল সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২। এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বালু সরবরাহের কাছ করছিল।

মঙ্গলবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগর থেকে আসা ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজ শ্রমিকদের লাশের জন্য সাগর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যা ৫টা পর্যন্ত নিখোঁজ আট জন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান।

নিখোঁজ শ্রমিকরা হলেন- শাহীন মোল্লা (৩৮), ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), তারেক (২৬), আবুল বশর (৪৫) ও আরও অজ্ঞাত দুজন। সবার বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি মোল্লাবাড়ি থানায়।

ড্রেজার মেশিন সৈকত-২ এর ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে আরও ছয়টি ড্রেজার রাখা ছিল। সতর্কতা সংকেত পেয়ে অপরাপর সব শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও সমুদ্রে ঢেউ বেশি থাকায় আমাদের শ্রমিকদের আনার জন্য নৌকা ড্রেজারের কাছে যেতে পারেনি। শ্রমিকদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।

২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সাগরে ড্রেজারসহ ডুবে যাওয়া ৮ শ্রমিকের

নিখোঁজ শাহিন মোল্লা ও ইমাম মোল্লার ভাই এনায়েত উল্লা বলেন, গতকাল রাত সাড়ে ৮টা আমার দুই ভাই ও চাচাতো-জেঠাতো ছয় ভাই মোট আট জন বালু উত্তোলনের ড্রেজারে সাগরে আটকে পড়েন। রাতে বিষয়টি শোনার পর তাৎক্ষণিক রওনা দিয়ে সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চোখে পড়েনি দেখে আমরা হতাশ হয়ে পড়ি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটার দিকে।

তিনি আরও বলেন, ঘটনার পর ড্রেজার সৈকত-২ মালিক মো. গাফফারকে রাতে ফোন দিলে তিনি বলেন, আমি অসুস্থ হাসপাতালে তুমি যাও, আমি সকালে আসবো। সকালে এসে তাকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

ড্রেজার থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত-২ নামে তাদের ড্রেজারটি মীরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারের মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানকে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি আট শ্রমিক আটকা পড়েন।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মঙ্গলবার সকাল আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে আসা আট সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ শ্রমিকরা ড্রেজারের ভেতর বালিচাপা পড়ে মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, দুপুর আড়াইটায় চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। দুপুরে সাগরে জোয়ার থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হলেও বিকাল থেকে পুনরায় উদ্ধার কাজ চলতেছে। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
সাগরে মাছ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা
মিয়ানমার-ভারতের সঙ্গে সম্পর্ক রেখেই সমুদ্রসীমা অর্জন করেছি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুরো কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুরো কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট