X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তাণ্ডবের ক্ষতচিহ্ন রেখে গেছে ‘সিত্রাং’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৬ অক্টোবর ২০২২, ২৩:৩৯আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২৩:৩৯

তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং চলে গেলেও চট্টগ্রামের বিভিন্ন স্থানে রেখে গেছে ক্ষতচিহ্ন। লন্ডভন্ড হয়ে গেছে বেশ কিছু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও মাছের ঘেরসহ নানা স্থাপনা। বাড়িঘর ভেঙে পড়ায় অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে নগরীর পতেঙ্গার বঙ্গোপসাগরের পাশঘেঁষা উপকূলীয় চরপাড়া, চরবস্তি, জেলেপাড়া, খেজুরতলা, ইপিজেড থানার নিউমুরিং নয়াহাট, মধ্যম হালিশহর ও আনন্দবাজার জেলেপাড়াসহ বেশ কিছু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অপরদিকে বাঁশখালী, আনোয়ারা, ফটিকছড়ি, সীতাকুণ্ডু, মীরসরাই, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকার বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বাঁশখালীতে দুই জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

বাড়িঘর ভেঙে পড়ায় অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে

খোলা আকাশের নিচে দেড় শতাধিক পরিবার

নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়ক এলাকায় জেলেপল্লির দেড় শতাধিক ঘর পানিতে ভেসে গেছে। এসব ঘরের আসবাবপত্রও ভেসে গেছে। সব হারিয়ে জেলেপল্লির লোকজন এখন খোলা আকশের নিচে বসবাস করছেন।

জেলেপল্লির বাসিন্দা নারায়ণ জলদাশ বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ায় আমাদের বাড়িঘর ভেঙে যায়। সমুদ্রের কাছে বসতি হওয়ায় রাত ১০টার পর সবার বাড়িঘর সাগরের পানিতে ভেসে যায়। সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে বাড়িঘরের জিনিসপত্র ভেসে গেছে। আমরা আশ্রয়কেন্দ্রে গিয়ে প্রাণ বাঁচিয়েছি। এখন কোথায় যাবো, কি খেয়ে বাঁচবো, বুঝতে পারছি না। খোলা আকাশের নিচে অবস্থান করছি।’

বাঁশখালীতে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বাঁশখালীর বেশ কয়েকটি ইউনিয়নে তাণ্ডব চালিয়েছে সিত্রাং। এখানে ঘরবাড়ি, বেড়িবাঁধ, সড়ক, মৎস্য প্রকল্প ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাতে জোয়ারের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। বেড়িবাঁধ টপকে এবং কোনও কোনও স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় লোকজন জানান, বেড়িবাঁধ ভেঙে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী, আরবশাহ ঘোনা, সরলিয়া ঘোনা, ছনুয়া ইউনিয়নের মধুখালী, আবাখালী ও খুদুকখালী, চাম্বল ইউনিয়নের ডেপুটিঘোনা, বাংলাবাজার, শীলকুট ইউনিয়নের পশ্চিম মনকিচর, শেখেরখীল ইউনিয়নের লালজীবন গ্রাম পানিতে ডুবে যায়। এরই মধ্যে কিছু এলাকা থেকে পানি নেমে গেছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও মাছের ঘেরসহ নানা স্থাপনা

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, মৎস্য খামার, ক্ষেতের ফসল ও আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫৫০ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। ১৫০ হেক্টর জমির শাক-সবজি নষ্ট হয়েছে বলে আমাদের জানিয়েছে কৃষি অফিস। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা তালিকা তৈরি করছেন।’

সন্দ্বীপে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আছে রাস্তাঘাট, জমির ফসল, বেড়িবাঁধ এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক