X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৩:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:১৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক সজীব চাকমা।

বুধবার (৩০ নভেম্বর) সকালে সাজেক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য সজীব চাকমাকে দিঘীনাল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাজেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মহলাল চাকমা জানান, এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন। শুনেছি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মীরা গতরাতে এসেছিল। আজ সকালে সুকেন ও সজীব মোটরসাইকেল নিয়ে ভাড়ার জন্য বাসা থেকে বের হচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ইউপিডিএফ সদস্য মনে করে তাদের দিকে গুলি ছোড়ে। এতে সুকেন ঘটনাস্থলেই মারা যান। সজীবকে আহত অবস্থায় দিঘীনালা হাসপতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘বিষয়টি শুনেছি। তারা রুইলুই ও মাচালং এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে থাকেন। ওই এলাকাটি পাহাড়ি সংগঠন জেএসএসের নিয়ন্ত্রণাধীন হিসেবে পরিচিত। তবে এই ঘটনায় কারা জড়িত তা এখনও জানা সম্ভব হয়নি।’

এ বিষয়ে চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনও অস্ত্রের রাজনীতি করে না। আমাদের কাছে কোনও ধরনের অস্ত্র নেই। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। সাজেকের ঘটনার সাথে জেএসএস কোনোভাবে জড়িত না। ওই এলাকা জেএসএসের নিয়ন্ত্রণাধীন হলেও অন্য কেউ ঘটনা ঘটিয়ে জেএসএসকে দায়ী করছে।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘ঘটনাটি দুর্গম এলাকায় ঘটেছে। পুলিশ সেখানে গিয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

/এসএইচ/
সম্পর্কিত
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!