X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৩:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:১৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক সজীব চাকমা।

বুধবার (৩০ নভেম্বর) সকালে সাজেক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য সজীব চাকমাকে দিঘীনাল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাজেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মহলাল চাকমা জানান, এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন। শুনেছি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মীরা গতরাতে এসেছিল। আজ সকালে সুকেন ও সজীব মোটরসাইকেল নিয়ে ভাড়ার জন্য বাসা থেকে বের হচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ইউপিডিএফ সদস্য মনে করে তাদের দিকে গুলি ছোড়ে। এতে সুকেন ঘটনাস্থলেই মারা যান। সজীবকে আহত অবস্থায় দিঘীনালা হাসপতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘বিষয়টি শুনেছি। তারা রুইলুই ও মাচালং এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে থাকেন। ওই এলাকাটি পাহাড়ি সংগঠন জেএসএসের নিয়ন্ত্রণাধীন হিসেবে পরিচিত। তবে এই ঘটনায় কারা জড়িত তা এখনও জানা সম্ভব হয়নি।’

এ বিষয়ে চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনও অস্ত্রের রাজনীতি করে না। আমাদের কাছে কোনও ধরনের অস্ত্র নেই। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। সাজেকের ঘটনার সাথে জেএসএস কোনোভাবে জড়িত না। ওই এলাকা জেএসএসের নিয়ন্ত্রণাধীন হলেও অন্য কেউ ঘটনা ঘটিয়ে জেএসএসকে দায়ী করছে।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘ঘটনাটি দুর্গম এলাকায় ঘটেছে। পুলিশ সেখানে গিয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

/এসএইচ/
সম্পর্কিত
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি