X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২৮ দেশের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক নৌ-মহড়া

কক্সবাজার প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ২২:২৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:২৯

কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ৭ ডিসেম্বর সকালে উদ্বোধন হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নৌশক্তি প্রদর্শনের মহড়া উদ্বোধন করবেন।

এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতসহ ২৮টি দেশ। মহড়ায় ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ ও চারটি বিএন হেলিকপ্টার থাকছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে এ আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার আয়োজন করেছে।

বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, ফিলিস্তিন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, তুর্কি ও সংযুক্ত আরব আমিরাত।

‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া কক্সবাজারকে পর্যটনকেন্দ্র হিসেবে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করে দেবে এমন অভিমত নৌবাহিনীর। বাংলাদেশসহ অংশগ্রহণকারী চীন, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজের মহড়া দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত কজওয়ে জেটি উদ্বোধন করবেন তিনি।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকালে ইনানী সমুদ্রসৈকতের অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সৈকতের নিকটবর্তী সাগরে অপেক্ষা করছে যুদ্ধ জাহাজগুলো। অনুষ্ঠানস্থল ইনানীতে নির্মিত জেটি বিভিন্ন দেশের পতাকাসহ নানা রঙে সাজানো হয়েছে। একইসঙ্গে বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজকে অবস্থান করতে দেখা গেছে।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধান, কোস্টগার্ড প্রধান ডেলিগেশনসহ অংশ নেবেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সেনা ও বিমান বাহিনীর প্রধানসহ দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন শেষে বেলা আড়াইটায় সৈকতের লাবনী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

/এএম/
সম্পর্কিত
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা