X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৫ বছর আগে ছাত্রলীগের কমিটিতে থাকা ছেলেটি এখন ছাত্রদলে

নোয়াখালী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:১৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহাদকে (২৩) সদ্যঘোষিত চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় ত্যাগী ইউনিয়ন ছাত্রদল কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

ছাত্রদল ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ও সদস্য সচিব নুর উদ্দিন রুবেল ১১ সদস্যবিশিষ্ট চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। সোমবার (৫ ডিসেম্বর) উপজেলা ছাত্রদল একজনকে আহ্বায়ক, চার জনকে যুগ্ম আহ্বায়ক, একজনকে সদস্য সচিব এবং পাঁচ জনকে সদস্য করে ওই কমিটি প্রকাশ করে। ঘোষিত ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে দেলোয়ার হোসেন রাহাদের নাম।

অপরদিকে, ২০১৭ সালে চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। ঘোষিত ওই কমিটিতে দেলোয়ার হোসেন রাহাদকে সভাপতি ও খায়রুল ইসলাম পিয়াসকে সাধারণ সম্পাদক করা হয়। দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে ওই কমিটি অনুমোদন দিয়েছেন তৎকালীন চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোতাহের হোসেন বাদল ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পিয়াস।  

দেলোয়ার হোসেন রাহাদ দাবি করেন, ‘২০১৮ সালে এসএসসি পাস করে সরকারি মুজিব কলেজে ভর্তি হই। তখন এলাকার আওয়ামী লীগের নেতারা আমাকে ছাত্রলীগ করতে বাধ্য করে। আমাকে বলা হয়, কলেজে পড়ালেখা করতে হলে ছাত্রলীগ করতে হবে। একপর্যায়ে আমাকে চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি করা হয়। এ জন্য আমি চট্টগ্রামে আমার এক আত্মীয়ের বাসায় বেশি থাকতাম।’

তিনি দাবি করেন, ‘আমি মনেপ্রাণে ছাত্রদল করি। এখনও আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তবু আমি জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের কমিটিতে এসেছি। পদবঞ্চিত নেতারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদল বলেন, ‘২০১৭ সালে দেলোয়ার হোসেন রাহাদকে চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি করা হয়। এরপর আর কোনও ওয়ার্ড কমিটি হয়নি। সে হাইস্কুল থেকেই ছাত্রলীগ করতো। দীর্ঘদিন আমি দায়িত্বে নেই। পরিচর্যার অভাবে অনেক লোক নষ্ট হয়ে গেছে। আমি দায়িত্ব থেকে চলে আসার পর যারা দায়িত্বে আসে তারা ধরে রাখতে পারেনি। আমি গাছ রোপণ করেছি, এটা তো আমার অপরাধ নয়।’

সদ্য ঘোষিত চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন হৃদয়ের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, ‘ছাত্রদল করার যে কারও অধিকার আছে। সে হয়তো একসময় ছাত্রলীগ করেছে। ছাত্রদলের সঙ্গে হেঁটে সে ছাত্রদলের আদর্শ এবং উদ্দেশ্য তার কাছে ভালো লাগায় ছাত্রদলে এসেছে। সে যেহেতু মনেপ্রাণে ছাত্রদল করে, স্বাভাবিকভাবে সে পদ পেতেই পারে। তারপরও অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, সাধারণ শিক্ষার্থীদের ৬ দফা
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় বিক্ষোভের ডাক, হরতাল-অবরোধের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা