X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হলে ঢুকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের মারধর

কুমিল্লা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদের একমাত্র আবাসিক হলে ঢুকে হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ১০ শিক্ষার্থী। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার পর কলেজের ধর্মপুরের ডিগ্রি শাখার কবি নজরুল ইসলাম হলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হলের আবাসিক ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করায় অনেকেই হলের বাইরে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। এ সময় আচমকা হলে ঢুকে পড়ে স্থানীয় কয়েকজন যুবক। বহিরাগত হওয়ার পরও কেউই তাদের কিছু বলেনি। আমরা ভেবেছিলাম খেলা দেখে তারা চলে যাবে। খেলার শেষ দিকে আসলে সবাই আনন্দে হৈ-হুল্লোড় করছিল। এমন অবস্থায় লাইট বন্ধ ও জ্বালানো নিয়ে হলের কয়েকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে সবাই তাদের বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যায়। আমরা তখন খেলা দেখছিলাম। কিছুক্ষণ পর স্থানীয় যুবকদের একটি দল এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমরা দিগবিদিক ছুটতে থাকি। একপর্যায়ে তারা হলের গেটে ঢুকে আমাদের ওপর হামলা করে। আমাদের কয়েকজন সহপাঠী আহত হয়েছে। হামলার একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই শিক্ষার্থীরা জানান, হলে এখন খুবই কম শিক্ষার্থী আছে। আমরাও বাইরে আছি। তারা হুমকি দিয়েছে আবার নাকি হামলা চালাবে।

এ বিষয়ে নজরুল হলের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটা মূলত লাইট বন্ধ বা জ্বালানো নিয়ে। শুনেছি স্থানীয় কয়েকজন যুবক হলের ভেতরে ঢুকে কথা-কাটাকাটি করে। পরে তাদের বের হয়ে যেতে বললে তারা বাইরে গিয়ে স্থানীয়দের একটি গ্রুপ এনে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় হলের শিক্ষার্থীরা আহত হয়েছে। কোনও বহিরাগত এভাবে হলে প্রবেশ করতে পারেনা। আর হামলা তো মোটেই না। ঘটনাস্থলে রাতেই পুলিশ এসেছে। বিষয়টি অধ্যক্ষ স্যার জানেন।’

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ‘আমি রাতে ঘটনা শোনার পরেই পুলিশকে কল দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ছেলেদের হল থেকে বের করেছে। বহিরাগত যারাই হলে প্রবেশ করেছে এটা অনিয়ম করেছে। আমরা দেখছি কী করা যায়।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘ঘটনার পর খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয় যুবকদের হল থেকে বের করে দিই। এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
সর্বশেষ খবর
রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
কমলো বিমানের জ্বালানি তেলের দাম
কমলো বিমানের জ্বালানি তেলের দাম
আগামী দিনেও গণমানুষের সাংবাদিকতা করবে বাংলা ট্রিবিউন: শুভেচ্ছাবার্তায় সাইফুল হক
আগামী দিনেও গণমানুষের সাংবাদিকতা করবে বাংলা ট্রিবিউন: শুভেচ্ছাবার্তায় সাইফুল হক
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি