X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হলে ঢুকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের মারধর

কুমিল্লা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদের একমাত্র আবাসিক হলে ঢুকে হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ১০ শিক্ষার্থী। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার পর কলেজের ধর্মপুরের ডিগ্রি শাখার কবি নজরুল ইসলাম হলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হলের আবাসিক ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করায় অনেকেই হলের বাইরে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। এ সময় আচমকা হলে ঢুকে পড়ে স্থানীয় কয়েকজন যুবক। বহিরাগত হওয়ার পরও কেউই তাদের কিছু বলেনি। আমরা ভেবেছিলাম খেলা দেখে তারা চলে যাবে। খেলার শেষ দিকে আসলে সবাই আনন্দে হৈ-হুল্লোড় করছিল। এমন অবস্থায় লাইট বন্ধ ও জ্বালানো নিয়ে হলের কয়েকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে সবাই তাদের বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যায়। আমরা তখন খেলা দেখছিলাম। কিছুক্ষণ পর স্থানীয় যুবকদের একটি দল এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমরা দিগবিদিক ছুটতে থাকি। একপর্যায়ে তারা হলের গেটে ঢুকে আমাদের ওপর হামলা করে। আমাদের কয়েকজন সহপাঠী আহত হয়েছে। হামলার একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই শিক্ষার্থীরা জানান, হলে এখন খুবই কম শিক্ষার্থী আছে। আমরাও বাইরে আছি। তারা হুমকি দিয়েছে আবার নাকি হামলা চালাবে।

এ বিষয়ে নজরুল হলের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটা মূলত লাইট বন্ধ বা জ্বালানো নিয়ে। শুনেছি স্থানীয় কয়েকজন যুবক হলের ভেতরে ঢুকে কথা-কাটাকাটি করে। পরে তাদের বের হয়ে যেতে বললে তারা বাইরে গিয়ে স্থানীয়দের একটি গ্রুপ এনে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় হলের শিক্ষার্থীরা আহত হয়েছে। কোনও বহিরাগত এভাবে হলে প্রবেশ করতে পারেনা। আর হামলা তো মোটেই না। ঘটনাস্থলে রাতেই পুলিশ এসেছে। বিষয়টি অধ্যক্ষ স্যার জানেন।’

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ‘আমি রাতে ঘটনা শোনার পরেই পুলিশকে কল দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ছেলেদের হল থেকে বের করেছে। বহিরাগত যারাই হলে প্রবেশ করেছে এটা অনিয়ম করেছে। আমরা দেখছি কী করা যায়।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘ঘটনার পর খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয় যুবকদের হল থেকে বের করে দিই। এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!