X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২ বিচারকের অপসারণ দাবিতে কর্মবিরতির মেয়াদ বাড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ২০:০৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:০৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমীন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদ এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল হকের অপসারণ দাবিতে আরও তিন দিন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলার আইনজীবীরা। সোমবার (৯ জানুয়ারি) বিকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের নতুন কর্মসূচির কথা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল।

এ সময় তারা সৃষ্ট ঘটনা সমাধানের জন্য জেলার সন্তান আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন সচিব গোলাম সারওয়ারের হস্তক্ষেপ কামনা করেন। আদালতের এই অচল অবস্থার কারণে অন্তত ১৫ হাজার বিচার প্রার্থী ভোগান্তিতে পড়েছেন বলে জানান আইনজীবী সমিতির নেতারা।

তারা বলেন, আমরা মনে করি, বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন সচিব গোলাম সারওয়ার সাহেব এ জেলার বাসিন্দা। ওনারা উদ্যোগ নিলে বর্তমান অচলাবস্থা দ্রুত সমাধান হবে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর এক মাসের জন্য আদালত বন্ধ হওয়ার আগ মুহূর্তে তিন আইনজীবীর তিনটি মামলা গ্রহণ নিয়ে প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদের আদালতে বাদানুবাদের ঘটনা ঘটে। পরে এ ঘটনার জেরে গত ২৬ ডিসেম্বর সভা করে আইনজীবীরা ওই আদালত বর্জনের সিদ্ধান্ত নেন। পরে ওই বিচারক একমাস পর আদালত খোলার পর তার এজলাসে উঠলে আপত্তি জানান জেলার আইনজীবীরা।

এ সময় বাদানুবাদ একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আদালতের সৃষ্ট ঘটনাটি আলোচনায় আসে। পরে ৪ জানুয়ারি আদালতের কর্মচারীরা আদালতে তালা ঝুলিয়ে আইনজীবীদের বিরুদ্ধে কর্মসূচি পালন করার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। তারা এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে জেলা জজ শারমীন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদের অপসারণ দাবি করে গত ৫ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছেন।

/এফআর/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া