X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসে দুই ফুল বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২০

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণের দিনে ব্রাহ্মণবাড়িয়ার ফুটপাতে অভিযান চালিয়ে ফুল বিক্রেতাদের তুলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ফুল বিক্রেতাকে সাত দিন কারাদণ্ডসহ এক হাজার টাকা করে জরিমানা করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের জেলা সাব রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাতে অভিযান চালিয়ে এই দণ্ড দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।    

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা শহরের কাজীপাড়ার বাসিন্দা ফুল বিক্রেতা উত্তম কর্মকার (৪০) ও মধ্যপাড়ার বাসিন্দা ফুল বিক্রেতা রাজু মালাকার। প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ডসহ এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হাসপাতাল সড়কের জেলা সাব রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাত দখল করে দীর্ঘ দিন ধরে ফুল বিক্রি করে আসছেন ফুল বিক্রেতারা। এতে শহরের মানুষ এই ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারেন না। বছরের পর বছর এই ফুটপাত ফুল বিক্রেতাদের দখলে রয়েছে। 

ভালোবাসা দিবসে দুই ফুল বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাত দলখমুক্ত করতে ফুল বিক্রেতাদের নির্দেশ দেন। পরে দুপুর ২টার দিকে জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন ফুটপাতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

দুই ফুল বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা করা হলেও অনেকেই পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ফুটপাত থেকে ফুল বিক্রেতাদের সব সরঞ্জাম ও ফুল গাড়িতে তুলে নেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত ফুল বিক্রেতা রনি বলেন, আজকের ভালোবাসা দিবসে এই অভিযানটি না চালালে পারতেন জেলা প্রশাসন। আমাদের ফুলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। পুরো বছরজুড়ে এই দিনটির জন্য আমরা বসে ছিলাম। আজ সবকিছু গুঁড়িয়ে দিয়েছে।

ভালোবাসা দিবসে দুই ফুল বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড

তিনি আরও বলেন সরকার আমাদের চাকরি দেয় না। আমরা ফুটপাতে বসে ফুল বিক্রি করছিলাম। আমাদের ফুলগুলো ছিঁড়ে তছনছ করে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমাদের পেটে লাথি মেরেছে তারা। আমরা এর বিচার কার কাছে চাইবো।

আরেক ফুল বিক্রেতা টিপু বলেন, লাখ টাকার বেশি ফুল ক্ষতি করলো। আজকের দিনটিকে তারা (প্রশাসন) বেছে নিলো বুঝলাম না। সারা বাংলাদেশে ফুলের দোকানগুলো ফুটপাতে বসেছে। আর বিক্রির জন্য তারা দুই বিক্রেতাকে জরিমানা পর্যন্ত করেছে। আমরা আর কী বলবো- এ দেশে গরিবের বিচার নেই।

ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবদুন নূর বলেন, ফুটপাতে অভিযান চালানো হোক এটা সবাই চায়। তবে আজকের বিশেষ দিনটিতে এই অভিযানটি না করলেও পারতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক শাহ্গীর আলম স্যারের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে এখানে অভিযান চালানো হয়েছে। কারণ এই ফুটপাতটি দীর্ঘদিন ধরেই ফুল বিক্রেতাদের দখলে রয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯১ অনুযায়ী দুই ফুল বিক্রেতাকে সাত দিন করে কারাদণ্ডসহ এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ফুটপাতে এই অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
পাটের বস্তা ব্যবহার না করায় ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়