X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মাইক্রোফোন কেড়ে নিলেন পৌর সভাপতি

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ২০:৩৪আপডেট : ২৪ জুন ২০২৩, ২০:৩৬

নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এমপির সামনে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে সেনবাগ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, সভার মঞ্চে বসা ছিলেন স্থানীয় (নোয়াখালী-২) সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম। সেখানে বক্তব্য দিচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। তার সামনে থেকে মাইক্রোফোনটি কেড়ে নেন পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন। এরপর মঞ্চে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। পরে পুলিশ ও উপস্থিত আওয়ামী লীগ নেতারা দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম মানিক বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে সেনবাগ পৌরসভার মেয়রের (আবু নাছের দুলাল) নাম ছিল। পৌরসভা আওয়ামী লীগের সভাপতির নাম ছিল না। তার নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ব্যানার ফেলে দেয়। ব্যানার ফেলে দেওয়ার পর আমি নেতাকর্মীদের বলেছি, আমরা ব্যানার ছাড়া কোনও প্রোগ্রাম করবো না। যে বা যারা ব্যানার নিয়েছে ব্যানার ফেরত আনতে বলো। ব্যানার লাগাতে হবে। এটা বলার সঙ্গে সঙ্গে সে আমার মাইক্রোফোন টান দেয়। এরপর হাতাহাতি করে। শেষমেষ আমরা ব্যানারও লাগিয়েছি, প্রোগ্রামও করেছি।’

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মাইক্রোফোন কেড়ে নিলেন পৌর সভাপতি

তার দাবি, ‘পৌরসভা আওয়ামী লীগের কমিটি স্থগিত করেছি এবং তাকে (আ স ম জাকারিয়া আল মামুন) কেন বহিষ্কার করা হবে না জানতে চেয়ে নোটিশ দিয়েছি।’

এই বিষয়ে জাকারিয়া আল মামুন দাবি করেন, ‘আমি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে আমার নাম নেই। অথচ নৌকার বিরুদ্ধে নির্বাচন করে যে মেয়র হয়েছে, তার নাম রয়েছে। সে জন্য বিষয়টা নিয়ে আমি প্রতিবাদ করেছি। পরে আবার সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছি।’

কমিটি স্থগিত ও বহিষ্কারের কারণ দর্শানো নোটিশ সম্পর্কে জানতে চাইলে দাবি করেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি এখানও কোনও নোটিশ পাইনি।’

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোরশেদ আলমের মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘গতকাল ব্যানার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি হয়। পরে তা সমাধান হয়ে যায়।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
‘দৃষ্টান্তমূলক শাস্তি হলে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ হতো’
‘দৃষ্টান্তমূলক শাস্তি হলে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ হতো’
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির