X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গরুর চামড়ার দাম ১০০-১৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৯ জুন ২০২৩, ২০:২৫আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:১৫

চট্টগ্রামে এবারও চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কোরবানিদাতারা। গ্রামগঞ্জে ১০০ থেকে ২০০ টাকায় প্রতি পিস চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কোরবানিদাতা গিয়াস উদ্দিন শাকিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারও পানির দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছে সবাই। এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা ১০০ থেকে ১৫০ টাকার বেশি দামে চামড়া সংগ্রহ করেননি। যে কারণে এত কম টাকায় চামড়া বিক্রি না করে অনেক কোরবানিদাতা স্বেচ্ছায় বিনামূল্যে মসজিদ-মাদ্রাসার জন্য দান করেছেন।’

রাউজানের মৌসুমি চামড়া ব্যবসায়ী রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কজন মিলে এবার কোরবানিদাতাদের কাছ থেকে সরাসরি ৭০টির মতো চামড়া সংগ্রহ করেছি। এসব চামড়া নগরীর অক্সিজেন আতুরার ডিপো এলাকায় অবস্থিত আড়তদারদের কাছে বিক্রি করেছি। প্রতি পিস চামড়া ২০০ টাকা থেকে ২৫০ টাকা করে বিক্রি করেছি।’

তবে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, এবার চট্টগ্রামে ২৫ থেকে ৩০ জন আড়তদার চামড়া সংগ্রহ করছেন। বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন আড়তদার ৩০ থেকে ৩৫ হাজারের মতো চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে। প্রতি পিস চামড়া ২৫০ টাকা থেকে ৫০০ টাকায় কেনা হচ্ছে।’

তবে সরকার নির্ধারিত এ বছর লবণযুক্ত ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া লবণযুক্ত খাসির ও বকরির চামড়ার দাম অপরিবর্তিত রয়েছে।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
পোস্তায় চামড়া বেশি এলেও মেলেনি সরকার নির্ধারিত দাম
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা