তীব্র গরমের পর ময়মনসিংহে ১৫ মিনিটের জন্য স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে আচমকা আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে ঝোড়ো বাতাস শুরু হয়। এরপরই শুরু হয় বৃষ্টি। এতে ময়মনসিংহ নগরীর মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভেজেন। বিশেষ করে কিশোর-কিশোরীরা বৃষ্টিতে ভিজে মাঠে খেলায় মেতে ওঠে।
নগরবাসী জানান, কয়েকদিনের তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। তীব্র গরমে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। বৃষ্টি হওয়ায় মানুষ বেশ শান্তি পেয়েছে।
কিশোর কিশোরীরা বলেন, গরমের কারণে বাইরে তো বের হওয়া যাচ্ছিলই না, ঘরেও থাকা কষ্টদায়ক হয়ে উঠেছিল। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে এসে বৃষ্টিতে ভিজেছি। বন্ধুদের নিয়ে খেলায় মেতে উঠেছিলাম। বেশ ভালো আনন্দ হয়েছে।