X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইশরাকের গাড়িবহরে হামলা, বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীর মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ২৩:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২৩:৪৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছেন স্থানীয় এক ছাত্রলীগ কর্মী। শনিবার সোনাইমুড়ী থানায় মামলাটি করেছেন উপজেলা ছাত্রলীগের কর্মী সজিবুল ইসলাম। সোমবার (১৭ জুলাই) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। 

মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে মোহাম্মদ সানিয়াত সানিহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একইসঙ্গে মামলার এজাহারে হামলা, ককটেল বিস্ফোরণ, হুমকি, মারধর করে জখম, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ এক লাখ ১৮ হাজার টাকার ক্ষতিপূরণের অভিযোগ আনা হয়েছে।

ওসি জিয়াউল হক বলেন, ‘শনিবার রাতে সজিবুল ইসলাম মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে মোহাম্মদ সানিয়াত সানিকে ১ নম্বর আসামি করা হয়েছে।’ 

মামলার অন্য আসামিরা হলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল মনসুর সেলিম, অ্যাডভোকেট তুহিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদ, বিএনপি নেতা কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টুটুল, উপজেলা যুবদল সভাপতি জসিম উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজ ভূঁইয়া, পৌর যুবদল সভাপতি মারুফুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি নাজিম উদ্দীন রনি, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন রাজু, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী। এছাড়া অজ্ঞাত আরও ১২০ জনকে মামলায় আসামি করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, ‘বিএনপি নেতা ইশরাকের গাড়িবহর নিয়ে আসার পথে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কটূক্তিমূলক স্লোগান দেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে থানার সামনে প্রতিবাদ করে ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে চার-পাঁচ জন ছাত্রলীগ কর্মী আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী সজিবুল মামলা করেছেন।’

মামলার বাদী ছাত্রলীগ কর্মী সজিবুল ইসলাম বলেন, ‘ওই দিনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের হামলায় আমি আহত হয়েছি। এ জন্য মামলা করেছি।’

এর আগে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে নোয়াখালীতে বিএনপির পদযাত্রা সমাবেশে যোগ দিতে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন গাড়িবহর নিয়ে সোনাইমুড়ীর বাইপাস সড়ক পার হচ্ছিলেন। থানার সামনে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইশরাকের গাড়িবহরে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ সময় তিন ছাত্রদল ও যুবদল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম।

সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক বলেন, ‘এটি গায়েবি, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এসব মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না কেউ। আমাদের ওপর হামলা করে তারা আমাদের নামে উল্টো মামলা করেছে। সরকার পতন এখন সময়ের দাবি।’

ওসি জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মামলায় এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

বিএনপির গাড়িবহরে হামলা করে উল্টো তাদের নামে মামলা দেওয়া হয়েছে—বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমাদের কাছে যারাই আইনি সহযোগিতার জন্য আসবেন, আমরা তাদের আইনি সহায়তা দেবো। বিএনপির কেউ আমাদের কাছে এ নিয়ে কোনও অভিযোগ করেননি। যারাই হামলা করুক, আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
জাতীয় জাদুঘরে সপ্তাহে একদিন বিনামূল্যে প্রবেশাধিকার চান দর্শনার্থীরা
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
দুষ্প্রাপ্য প্রত্নসম্পদে সমৃদ্ধ রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন