X
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে সেনাবাহিনী

জিয়াউল হক, রাঙামাটি
০৬ আগস্ট ২০২৩, ০৩:৩৩আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:৪৮

গত চার দিন ধরে রাঙ্গামাটিতে চলছে ভারী বর্ষণ। ফলে দেখা দিয়েছে পাহাড়ধসের শঙ্কা। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে কয়েক দফায় করা হয়েছে মাইকিং। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চালানো হয় নানা প্রচেষ্টা। কিন্তু তাতে কর্ণপাত করেনি বসবাসকারীরা।

প্রশাসনের চেষ্টার পরও অধিকাংশ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত নেওয়া হয় সেনাবাহিনীর সহায়তা। শনিবার (৫ আগস্ট) রাত ৯টার পরে জেলা প্রশাসনের সঙ্গে মাঠে নামে সেনাবাহিনী। বৃষ্টি উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিয়ে আসা হয় আশ্রয়কেন্দ্রগুলোতে। তাতেও নানা অজুহাত এসব মানুষের। পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে সেনাবাহিনী

রাঙামাটিতে ২০১৭ সালে ১২০ এবং ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয় পাহাড়ধসে।

শিমুলতলী এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, বাড়ির সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে। বাসায় আমি একা। আমি যাবো না। ঘরে অনেক দামি জিনিসপত্র আছে।

আরেক বাসিন্দা মোশারফ মিয়া বলেন, পুলিশ,  সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন বলেছে তাই আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছি। ওনারা তো আমাদের ভালো চায়।

পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে সেনাবাহিনী রাঙামাটি বেতার কার্যালয়, লোকনাথ মন্দিরসহ বেশ কিছু অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাতে অনেকে আশ্রয় নিয়েছে।

রাঙামাটি বেতার কার্যালয়ে আশ্রয় নেওয়া জোৎস্না আক্তার বলেন, আমাদের বাসার পাশে মাটি ভেঙ্গে গেছে। তাই শনিবার বিকালে আশ্রয় কেন্দ্রে আসছি।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আমরা জেলা প্রশাসনের নির্দেশে গত দুইদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় কেন্দ্র যেতে প্রচেষ্টা চালাচ্ছি। আর যদি কোনও পাহাড়ধসের মতো ঘটনা ঘটে তা মোকাবিলায় টিম প্রস্তুত রাখা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারাফ হোসেন খান বলেন, কোনও মানুষ যাতে ঝুঁকির মধ্যে পাহাড়ের পাদদেশে না থাকে তাই সেখানে বসবাসকারীদের শতভাগ আশ্রয়কেন্দ্রে নিতে সেনাবাহিনী সহযোগিতা করছে। শহরে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সবার জন্য খাবার, বিদ্যুৎ ব্যবস্থা রাখে হয়েছে। পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে সেনাবাহিনী

 

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা সোমবার
আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা সোমবার
আমিরাতকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআমিরাতকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে শিশুসহ নিহত ৭
ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে শিশুসহ নিহত ৭
তামাক নিয়ন্ত্রণ আইনকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার দাবি
তামাক নিয়ন্ত্রণ আইনকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার দাবি
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
যাত্রীসেবা বাড়াতে ৪ অঞ্চলে ভাগ হচ্ছে রেলওয়ে
যাত্রীসেবা বাড়াতে ৪ অঞ্চলে ভাগ হচ্ছে রেলওয়ে
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা
ট্রাভেল ট্যুর প্যাকেজের নামে কোটি টাকার প্রতারণা