X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

খাতুনগঞ্জে রসুনের কেজিতে ২৫, পেঁয়াজে ৮ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০২৩, ০৯:২১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯:২১

দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত দুই দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এর মধ্যে পেঁয়াজের কেজিতে আট ও রসুনে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। সোমবার (৭ আগস্ট) এ পাইকারি বাজারের ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে চাকতাই-খাতুনগঞ্জে আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিনের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম চাকতাই-খাতুনগঞ্জে বেড়েছে। রবিবার থেকে বাড়তি দামে পেঁয়াজ-রসুন বিক্রি করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৩২ টাকা থেকে ৩৪ টাকায়। যা সোমবার বিক্রি করা হয় ৪০ থেকে ৪২ টাকায়। বৃহস্পতিবার প্রতি কেজি রসুন ১৬৫ টাকায় বিক্রি হলেও সোমবার বিক্রি তা ১৮৫ থেকে ১৯০ টাকায় উঠেছে।’

এ ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়া, সীমান্তে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জেও দাম বেড়েছে। তবে এ দাম বৃদ্ধি বেশি দিন থাকবে না। খুব কম সময়ে তা আগের মতো হয়ে যাবে বলে আশা করছি।’

চাকতাই-খাতুনগঞ্জে আড়তদার ব্যবসায়ী সমিতির সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সীমান্তে পেঁয়াজের দাম বেড়েছে। কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে রাতারাতি দাম বাড়িয়েছে। এখানে দাম বাড়ার জন্য আমি অন্যকোনও কারণ দেখছি না। তবে বৃষ্টির কারণে বেচাকেনা অনেক কম।’

জানা গেছে, খাতুনগঞ্জে বিক্রি হওয়া রসুন আমদানি করা হয় চীন থেকে। যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তা আমদানি করা হয় ভারত থেকে।

এদিকে, নগরীর আতুরার ডিপো বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। রসুন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

উল্লেখ্য, গত ৪ জুন কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৫ জুন থেকে পেঁয়াজ আমদানি করার কথা জানানো হয়। এরপর ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ৬ জুন থেকে খাতুনগঞ্জে আনা হয়। যা বিক্রি হয় ৭ জুন থেকে। আমদানির আগে খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি করা হয় ১০০ টাকা পর্যন্ত। আমদানির দুই দিন পর থেকে পেঁয়াজের কেজি ২৮ থেকে ৩০ টাকায় নেমে আসে। এখন সেই পেঁয়াজ আবারও বেড়ে ৪০ থেকে ৪২ টাকায় দাঁড়িয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাজারে সিন্ডিকেট সক্রিয়, বাণিজ্য উপদেষ্টার মনোযোগ চায় ইসলামী আন্দোলন
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
সর্বশেষ খবর
বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট
বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট
আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া
আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া
‘অপেশাদার’ আচরণে বিএনপিপন্থি ৪ আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
‘অপেশাদার’ আচরণে বিএনপিপন্থি ৪ আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক
রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ