X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দলীয় সিদ্ধান্তের আগেই ভোটের মাঠে বিএনপির সাবেক এমপি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ২১:০৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২১:০৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত না নিলেও ইতোমধ্যে ঘোষণা দিয়ে ভোটের মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজাম। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য।

গত মঙ্গলবার (২২ আগস্ট) রামগতি উপজেলার রামদয়াল এলাকায় নিজ বাসভবনে শ্রমিক সমাবেশে নিজেকে প্রার্থী ঘোষণা করে নেতাকর্মীদের ভোটের মাঠে নামার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা শাহেদ আলী পটু ও উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেনসহ অনেকে। ইতোমধ্যে তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বক্তব্যের শুরুতে আশরাফ উদ্দিন নিজাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটে যাবে না বললেও সরকার হটিয়ে নির্বাচনে যেতে পারে বিএনপি। এ জন্য আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠে থাকতে হবে নেতাকর্মীদের। আমি লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আছি। আপনারা আমার জন্য কাজ করুন।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। সর্বশেষ বুধবার (২৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে দেওয়া রায় পরিবর্তন করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সরকার পরিবর্তন করতে হলে বড় রকমের ঝাঁকুনি-সংগ্রাম দরকার, সে সংগ্রামে আমরা আছি।’

তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের সমালোচনা করেছেন আশরাফ উদ্দিন নিজাম। তিনি বলেন, ‘ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সুলতান মনসুর ও আ স ম আবদুর রব-রা তো আওয়ামী লীগেরই লোক, কেউ বিএনপির না। ১৯৮৬ সালে বিএনপি নির্বাচন করেনি কিন্তু আ স ম আবদুর রব ভোট করেছেন এবং এরশাদের গৃহপালিত বিরোধী দল হয়েছেন। ১৯৯৬ সালে বিএনপি কয়েকটি আসনের জন্য সরকার গঠন করতে পারেনি। তখন শেখ হাসিনার সঙ্গে জোটভুক্ত হয়েছেন আ স ম রব। কাজেই এ ধরনের লোকদের আমরা গ্রহণ করা তো দূরের কথা, আশপাশেও জায়গা দেবো না। আমার সঙ্গে এখানে ভোটে দাঁড়িয়ে তার তো জামানতই বাতিল হয়ে গিয়েছিল।’

সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজাম

আ স ম আবদুর রবকে উদ্দেশ্যে করে আশরাফ উদ্দিন নিজাম বলেন, ‘আপনি শুনে রাখেন, আমি নির্বাচনে দাঁড়িয়ে গেছি—ইনশাআল্লাহ। এই শ্রমিক সমাবেশ থেকে বলে দিলাম, নির্বাচনে দাঁড়িয়ে গেলাম। এই বক্তব্য প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের (উপস্থিত নেতাকর্মীদের)।’

আমাদের আন্দোলনের প্রস্তুতি যেমনই থাকবে, ভোটের প্রস্তুতিও তেমনই থাকবে উল্লেখ করে বিএনপির সাবেক এই এমপি বলেন, ‘কারণ হঠাৎ করে ভোট করা যায় না। আপনারা মনে করেন, মানুষ এমনিতেই ভোট দিয়ে দেবে? না। ভোটের একটা কারিশমা আছে। আমি তো একজন প্রার্থী, গত আট বছর কেন্দ্রে যেতে পারিনি। কাজেই আন্দোলনে যেমনই সক্রিয় আছি, তেমনই আমাদের আরও বেশি করে ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে। যেন শেখ হাসিনার পতন হলে কিংবা রিজাইন করলে আমরা কাউকে না বলে ভোটে নেমে যেতে পারি। কারণ লক্ষ্মীপুর-৪ আসনে আমি একমাত্র প্রার্থী। এখানে দলের আর কোনও প্রার্থী নেই।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে এবিএম আশরাফ উদ্দিন নিজাম বলেন, ‘ওই বক্তব্য আমার দেওয়া। শ্রমিক সমাবেশ থেকে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছি।’ 

যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো সময় বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিজেদের স্বার্থ হাসিল করতে পারেন ওসব নেতা। তাই আগে থেকেই আমার দলের নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছি, যাতে তারা সচেতন হন।’

এদিকে, দলীয় সিদ্ধান্তের আগেই ভোটের মাঠে নামার ঘোষণা দেওয়ায় আশরাফ উদ্দিন নিজামকে নিয়ে সমালোচনা করছেন দলের নেতারা। তবে কেন্দ্রীয় নেতা হওয়ায় তার বিরুদ্ধে কেউ বক্তব্য দিতে রাজি হননি। 

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, ‘আমি তার ওই বক্তব্য শুনিনি। তবে বিএনপি গণতান্ত্রিক দল, ভোটের দল। নির্বাচনের প্রস্তুতি থাকতেই পারে। এর পূর্বশর্ত হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে হবে। ভোটের প্রস্তুতি আমাদের সবসময় ছিল এবং আছে। আমাদের কর্মী-সমর্থকের অভাব নেই। নির্বাচনের তিন দিন আগেও আমরা ভোটের জন্য প্রস্তুত। একজন রাজনৈতিক নেতা হিসেবে আশরাফ উদ্দিন নিজাম ওসব কথা বলতে পারেন এবং প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণাও দিতে পারেন। এই কেন্দ্রীয় নেতার বিষয়ে এর বেশি কিছু বলা আমার ঠিক হবে না।’

/এএম/
সম্পর্কিত
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত