চট্টগ্রামে শ্রমিকের ভিসায় বিদেশ পাঠানোর কথা বলে ‘মের্সাস আকবর ইন্টারন্যাশনাল’ নামের একটি এজেন্সি বিভিন্ন জনের কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদারকে (৬০) র্যাব গ্রেফতার করেছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদুল আলম শিকদার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার হাজীরঘোনা এলাকার মোজাফফর আহমেদ শিকদারের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করে বলেন, মের্সাস আকবর ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে উল্লেখ করে লিফলেট বিতরণ করে। এতে প্রলুব্ধ হয়ে অনেক গার্মেন্টসকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করে। তাদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া মেডিক্যাল পরীক্ষা করার কথা বলে পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে।
তিনি জানান, পরে উক্ত এজেন্সি ভুক্তভোগীদের বিদেশে না পাঠিয়ে তাদের অফিসটি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা র্যাব-৭ বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। প্রতারক চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদারকে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জানিয়েছে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে।