X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৫ অগ্রহায়ণ ১৪৩০

এজেন্সি খুলে সার্বিয়া-জর্ডান নেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০

চট্টগ্রামে শ্রমিকের ভিসায় বিদেশ পাঠানোর কথা বলে ‘মের্সাস আকবর ইন্টারন্যাশনাল’ নামের একটি এজেন্সি বিভিন্ন জনের কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদারকে (৬০) র‌্যাব গ্রেফতার করেছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদুল আলম শিকদার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার হাজীরঘোনা এলাকার মোজাফফর আহমেদ শিকদারের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করে বলেন, মের্সাস আকবর ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে উল্লেখ করে লিফলেট বিতরণ করে। এতে প্রলুব্ধ হয়ে অনেক গার্মেন্টসকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করে। তাদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া মেডিক্যাল পরীক্ষা করার কথা বলে পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে।

তিনি জানান, পরে উক্ত এজেন্সি ভুক্তভোগীদের বিদেশে না পাঠিয়ে তাদের অফিসটি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা র‌্যাব-৭ বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। প্রতারক চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদারকে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জানিয়েছে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার মনোনয়ন পেতে ৫০ লাখ টাকা খোয়ালেন আ.লীগ নেতা
পুলিশ কর্মকর্তা সোহেল রানাসহ ই-অরেঞ্জের ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
প্রতিবেশী দেশের নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতে বাংলাদেশের আগ্রহ
প্রতিবেশী দেশের নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতে বাংলাদেশের আগ্রহ
কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রী-যানবাহনসহ আটকা ৫ ফেরি
কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রী-যানবাহনসহ আটকা ৫ ফেরি
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন