X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নতুন রাজনৈতিক দল গঠন করছেন সাবেক বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০২৩, ২১:২১আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২১:২১

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নাজিম উদ্দিনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন এই দলের নাম ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’। দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন নাজিম উদ্দিন। এতে মহাসচিব হিসেবে আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। 

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের দলে বিএনপির পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরাই বেশিরভাগ রয়েছেন। রবিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম থেকে দলের আত্মপ্রকাশ ঘটবে। আমাদের দলের নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।’

দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য আমরা নতুন এই রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে নাজিম উদ্দিন আরও বলেন, ‘বিশেষ করে যুবসমাজকে নিয়ে এই দল গঠন করা হচ্ছে। আমরা নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। সাবেক ছাত্রনেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবো আমরা।’

দলে কারা কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে নাজিম উদ্দিন বলেন, ‘এটি চমক হিসেবে থাকুক। দলের আত্মপ্রকাশের পর জানাবো। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলাম। আমার সময়ে এবং আগে ও পরে যারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদগুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন, তাদের একত্রিত করার চেষ্টা করছি। এছাড়া বিএনপির পদবঞ্চিত নেতাদের পাশাপাশি আওয়ামী লীগসহ অন্যান্য দল থেকেও অনেকে থাকছেন। তবে এখন কারও নাম প্রকাশ করতে চাচ্ছি না।’ 

আমি দলের চেয়ারম্যানের দায়িত্বে আছি জানিয়ে নাজিম উদ্দিন আরও বলেন, ‘দলের মহাসচিব হিসেবে থাকছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। এরপর ঢাকায় দলের কনভেনশন হবে। সেখানে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করবো।’

জানতে চাইলে দলের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের দলের মূলনীতি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সংবিধান সমুন্নত রাখা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ন রাখা। এসবের ওপর ভিত্তি করে নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই আমরা।’

প্রসঙ্গত, ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজয়ী হন। পরে নাজিম বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি ছিলেন। বর্তমান আহ্বায়ক কমিটিতে তাকে কোনও পদে রাখা হয়নি।

/এএম/ 
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে