X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তিন সিদ্ধান্তে কুকি-চিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

বান্দরবান প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ২২:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২২:১৮

বান্দরবানে চলমান সংঘাত নিরসনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে বৈঠক করেছেন পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শীর্ষ নেতারা। বৈঠকে তিন সিদ্ধান্তে শান্তি কমিটির সঙ্গে কেএনএফের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রুমা উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে মুনলাইপাড়ায় রবিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর দেড়টায়।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো—আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে উভয় পক্ষ আবার বসা, বৈঠকের আগপর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও কেএনএফের তৎপরতায় অন্যত্র আশ্রয় নেওয়া বম পরিবারগুলো ফিরে এলে পুনর্বাসন করা। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে ১১ সদস্যের দলের নেতৃত্বে ছিলেন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। তার সঙ্গে ছিলেন শান্তি প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক লালজার লম বম, মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, আইনজীবী বাসিংথুয়াই মারমা, সাংবাদিক মনিরুল ইসলাম, সরকারি প্রতিনিধি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম। 

অপরদিকে কেএনএফের পক্ষে পাঁচ সদস্যের দলের সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি লাল এং লিয়ান বম নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে থাকা অন্যরা হলেন কেএনএফের উপদেষ্টা চেওসিম বম, দুর্নীবারপাড়ার কার্বারি রুয়াল্লিন বম, সুংসংপাড়ার অলীভ বম ও ফারুকপাড়ার লিয়ানমিন বম।

শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের বৈঠক হয়েছে। বৈঠকে কেএনএফ নেতারা তাদের দাবিদাওয়া সম্পর্কে সরকারের অবস্থান জানতে চেয়েছেন। শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতারা তাদের বলেছেন, দাবিদাওয়া নিয়ে ধারাবাহিক বৈঠকে আলোচনা হবে। এবারের প্রথম বৈঠকে শুধু শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে আগামী (ডিসেম্বর) মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ খ্রিষ্টানদের বড়দিনের আগে আবার উভয় পক্ষ বসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী বৈঠক সম্পর্কে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে সমঝোতা স্মারক স্মারক স্বাক্ষরিত হয়।’
 
শান্তি প্রতিষ্ঠা কমিটির দুই সদস্য জানিয়েছেন, রুমা উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে মুনলাইপাড়ায় বেলা ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠক ঘিরে মুনলাইপাড়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও বিজিবিসহ মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। 

শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, ‘কেএনএফের সঙ্গে খুবই শান্তিপূর্ণভাবে বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চলমান সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’

/এএম/
সম্পর্কিত
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
কুকিচিনের তান্ডবে ঘরছাড়া গ্রামবাসী নিজেদের বাড়িতে ফিরেছেন
সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’: কেএনএ’র ৩ সদস্য নিহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ