X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, ৭ জানুয়ারি যথাসময়ে ভোট হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০২৩, ১৭:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‌‘সারাদেশে নির্বাচনের আমেজ বইছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এবং প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি নির্বাচনে অংশ নিচ্ছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক দল নির্বাচনে অংশ নেবে। ৭ জানুয়ারি যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটের উৎসাহ-উদ্দীপনা দেখে হতাশ হয়ে পড়েছে বিএনপি।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-৭ আসনে নৌকার প্রার্থী হিসেবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রার্থিতা ঘোষণা, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনি আমেজ শুরু হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছিল, এই আমেজের মধ্যে তা হারিয়ে গেছে। এখন প্রায় সবগুলো দল নির্বাচনমুখী হয়ে গেছে। সব দলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।’ 

বিএনপি বলছে কয়েকদিনের মধ্যে সরকারের পতন হবে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘এখনও বিএনপি দৈব দুর্বিপাকের ওপর নির্ভর করছে। তারা এ ধরনের ঘোষণা দিয়ে নিজেদের হাসির পাত্র বানাচ্ছে। সরকার পতনের দিনক্ষণ বহুদিন ধরে ঘোষণা করছে তারা। বিএনপি বলে অমুক দিন সরকারের পতন হবে। গত ৩০ ডিসেম্বর দিনক্ষণ ঘোষণা করেছিল। এ বছর ২৮ অক্টোবর দিনক্ষণ ঘোষণা করেছিল। এভাবে ঘোষণাটাই সন্ত্রাসী স্টাইলের ঘোষণা। দৈব দুর্বিপাকের ওপর নির্ভর করে এসব বলে তারা। যেমন অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন বজ্রপাত হবে। বিএনপির ঘোষণা ঠিক ওই রকম।’

নির্বাচনে বিদেশি থাবার কথা বলা হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামেও বিদেশি থাবা ছিল, উন্নয়ন-অগ্রগতিতেও বিদেশি থাবা আছে। যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশি-বিদেশি চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। তবে সব দেশের সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। আমাদের সরকারের নীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। সেই নীতিতে আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চিশতি এবং বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ