X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ‘অসহযোগ আন্দোলনকে’ হাস্যকর বানিয়েছে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষের সমর্থন ও ভোট নিয়ে সেদিন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। আজকে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী অসহযোগ আন্দোলনকে হাস্যকর বানিয়েছে।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বলতে খারাপ লাগে, না বলে পারছি না। বিএনপির ডাকে তো একটা পশুও লড়ছে না। অসহযোগ আন্দোলন হচ্ছে শুধু তাদের মনের শান্তির জন্য। জনগণ তাদের মোটেও সমর্থন করে না। তারা রাজনৈতিক দল হিসেবে নিশ্চিহ্ন হয়ে যাক সেটাই জনগণ চায়।’

তিনি বলেন, ‘২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। ২০১৮ সালে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। এখন তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তাদের কাছে নিষ্পাপ শিশুও মাফ পাচ্ছে না। তাদেরও তারা হত্যা করেছে। বিএনপি-জামায়াত আবারও নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এ দেশের জনগণ সেই সুযোগ তাদের দেবে না।’

আইনমন্ত্রী বলেন, ‘তারা ২০১৪ সালে আসে নাই, ২০১৮ সালে আসে নাই, ২০২৪ সালে আসে নাই। তারা যখন ক্ষমতায় ছিল টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গিয়ে এখন বিদেশিদের সঙ্গে আঁতাত করছে। নির্বাচনে না এসে দেশের বিরুদ্ধে বাইডেনকে চিঠি লিখে, তমুককে চিঠি লিখে।’

আনিসুল হক বলেন, ‘আমরা ২০২৪ সালে আপনাদের ভোট নিয়ে সারা বিশ্বকে প্রমাণ করে দিতে চাই যে বাংলাদেশে ৭ জানুয়ারি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকা মার্কায় ভোট দিয়েছে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আজহারুল ইসলাম, রহুল আমিন বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়ছে: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ