X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফোন হারিয়ে গ্রাহক জানলেন ব্যাংকে রাখা ১২ লাখ টাকা আর নেই

কুমিল্লা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ০৩:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:০০

ফোন হারানোর কথা জানাতে গিয়ে ব্যাংক গ্রাহক জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে ৪ দিন আগেই ১২ লাখ টাকা নাই হয়ে গেছে! কুমিল্লার ডাচ-বাংলা ব্যাংকের এক গ্রাহকের হিসাব থেকে সাড়ে ১২ লাখ টাকা সিটি ব্যাংকের কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন শাখার পৃথক চারটি হিসাব নম্বরে ট্রান্সফারের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সদর দক্ষিণ মডেল থানায় এ অভিযোগ করেন ডাচ-বাংলা ব্যাংক কুমিল্লা শাখার গ্রাহক কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২-এ কর্মরত লাইনম্যান মো. নাজমুল হক। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের রেজাউল করিমের ছেলে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২-এ কর্মরত লাইনম্যান মো. নাজমুল হক ব্যক্তিগত প্রয়োজনে তার প্রভিডেন্ট ফান্ড থেকে ১৫ লাখ টাকা লোন করেন। কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর অগ্রণী ব্যাংকের কুমিল্লা নগরীর পদুয়ার বাজার শাখার হিসাব থেকে গত ২ জানুয়ারি নাজমুল হকের নামে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। উক্ত চেকের মাধ্যমে নাজমুল হক তার নামীয় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের হিসাবে (নং- ১৪১১০৩০১২৩২৬৬) লোনের ১৫ লাখ টাকা জমা করেন। এরই মধ্যে গত ৬ জানুয়ারি তার ব্যক্তিগত মোবাইল ফোন (নং- ০১৭১৬৯৫৪০৮৮) হারিয়ে যায়। এতে তিনি উক্ত মোবাইল ফোনে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং নেক্সাস-পে অ্যাপসটি বন্ধ করতে ওই ব্যাংকের কাস্টমার কেয়ার ১৬২১৬ নম্বরে ফোন করলে জানতে পারেন তার নামীয় ব্যাংকের হিসাব নম্বর হতে সিটি ব্যাংক লিমিটেডের কয়েকটি হিসাব নম্বরে টাকা ট্রান্সফার হয়েছে।

কাস্টমার কেয়ার থেকে তাকে ডাচ-বাংলা ব্যাংকের করপোরেট শাখায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। তিনি ডাচ-বাংলা ব্যাংক লি. হতে তার নামীয় ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। তিনি দেখেন তার নামীয় ১৪১১০৩০১২৩২৬৬ হিসাব নম্বর থেকে ২ জানুয়ারি হতে ৬ জানুয়ারির মধ্যে বিভিন্ন সময়ে সিটি ব্যাংকের বিভিন্ন শাখার ৪টি হিসাব নম্বরে ১২ লাখ ৪৮ হাজার ১২২ টাকা ট্রান্সফার করে নেওয়া হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ডাচ-বাংলা ব্যাংকে তার নামীয় উক্ত হিসাব হতে সিটি ব্যাংকের ঢাকার নিকুঞ্জ খিলক্ষেত শাখার জাহিদুল হক রনি নামে এক গ্রাহকের ২৩০৩৮৭৬২০৪০০১ হিসাব নম্বরে ৫ লাখ টাকা, একই ব্যাংকের কুমিল্লা শাখার ইমতিয়াজ আহাম্মদ নামের গ্রাহকের ২৩০৪০২৭৫৬৪০০১ হিসাব নম্বরে ৩ লাখ ৪৮ হাজার ১২২ টাকা, ঢাকাস্থ সিটি ব্যাংকের যাত্রাবাড়ি শাখার সফিকুল ইসলাম নামে এক গ্রাহকের ২৩০৩৯৮৮৫২১০০১ হিসাব নম্বরে ৩ লাখ টাকা এবং রংপুর শাখা সিটি ব্যাংকের মেহেরুন অ্যাগ্রো নামের গ্রাহকের ১৫০৩৬৩৫৮১৩০০১ হিসাব নম্বরে এক লাখ টাকা প্রতারণার মাধ্যমে ট্রান্সফার করে নেওয়া হয়েছে।

ব্যাংকের গ্রাহক মো. নাজমুল হক সাংবাদিকদের জানান, তিনি তার কর্মস্থল পল্লীবিদ্যুৎ সমিতির প্রভিডেন্ট ফান্ড থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু ব্যাংক থেকে এভাবে তার অজান্তে টাকা ট্রান্সফার করে আত্মসাৎ করায় তিনি হতবাক হয়েছেন। তিনি বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান। এ টাকা না পেলে আমাকে পথে বসতে হবে।’ এ ব্যাপারে তিনি বৃহস্পতিবার বিকালে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করেছেন।

ডাচ-বাংলা ব্যাংক কুমিল্লা শাখার ডেপুটি ম্যানেজার মো. সোলায়মান বলেন, ‘আমাদের ব্যাংক থেকে অন্য একটি ব্যাংকের বিভিন্ন হিসাবে টাকা ট্রান্সফারের অভিযোগ গ্রাহকের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে তদন্ত করে দেখবো।’

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে