X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৯

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি ওয়্যার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যে ৫১ ভরি স্বর্ণালংকার, একটি দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, চারটি ছোরা, দুটি তালা কাটার যন্ত্র এবং একটি রেঞ্চ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ছয় জন হলো মো. আরিফ হোসেন মেহেদী (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) ও মো. রিয়াদ হোসেন (১৯)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার এসআই অর্ণব বড়ুয়া, মো. কামরুজ্জামান, নয়ন চন্দ্র দাশ, মো. আতাউদ্দিন এবং এএসআই মঞ্জুর হাসান, আব্দুল্লাহ আল জাবেদ ও মো. মনির হোসেন যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন।’

‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ হোসেন মেহেদী জানায়, তার কাছে কিছু চোরাই স্বর্ণালংকার লুকায়িত আছে। পরে গ্রেফতার মেহেদীকে নিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে (পূর্বের সানাই সিনেমা হল বর্তমানে কনকর্ড গ্রুপের খালি জায়গা) অভিযান চালানো হয়। সেখানে ঝোপের ভেতর থেকে ৫১ ভরি ১২ আনা ও ৩ রত্তি ৯ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে গ্রেফতার মেহেদী জানায়, এসব স্বর্ণালংকার চকবাজার থানাধীন মেহেদীবাগস্থ আবাসিক এলাকার একটি বাসা থেকে কিছুদিন আগে চুরি করেছে।’

গ্রেফতারকৃতদের মধ্যে মো. আরিফ হোসেন মেহেদী, মেহেদী হাসান রুবেল ও মো. হান্নান হোসেনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারাগারে আইভী
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
সর্বশেষ খবর
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ