X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সীমান্তে দাঁড়িয়ে কথা বলছিলেন মেম্বার, গুলি এসে লাগলো হাঁটুতে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ২২:২০আপডেট : ১১ মার্চ ২০২৪, ২২:২০

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য (মেম্বার) আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের সীমান্ত এলাকা জামছড়ির শূন্যরেখার কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যের নাম সাবের আহমেদ। তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জামছড়ি সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, সোমবার বিকালে বিজিবির জামছড়ি সীমান্তচৌকি এলাকায় গিয়ে স্থানীয়দের খোঁজখবর নেন সাবের আহমেদ। এ সময় তার সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিকও ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ একটি গুলি এসে তার বাঁ পায়ের হাঁটুতে লাগে। এতে আহত হলে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছলিম জানিয়েছেন, গুলিবিদ্ধ ইউপি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘মিয়ানমার সীমান্তে গোলাগুলির খবর শুনেছি। তাদের সীমান্ত থেকে ছোড়া একটি গুলিতে নাইক্ষ্যংছড়ির এক ইউপি সদস্য আহত হয়েছেন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’ 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘বিকালে সীমান্তের জামছড়ি এলাকায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন সাবের। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটা গুলি তার হাঁটুতে লাগে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে, নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী (বিজিপির) আরও ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বিজিবি। সোমবার দুপুর আড়াইটার দিকে তারা মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে অনু্প্রবেশ করেছেন। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়। 

/এএম/
সম্পর্কিত
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বশেষ খবর
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে