X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর চার গ্রামে ঈদ বুধবার

নোয়াখালী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ২০:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২১:৪৪

প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন নোয়াখালীর চার গ্রামের মানুষজন। মঙ্গলবার (০৯ এপ্রিল) এ ঘোষণা দিয়েছেন এসব গ্রামের মসজিদের ইমামরা। এসব এলাকার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।

এর মধ্যে রয়েছে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম। বুধবার এসব গ্রামের চার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে গ্রামের অনেক পরিবারের লোকজন অংশ নেবেন।

বুধবার সকাল ৯টায় বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর ও হরিণারায়ণপুর দায়রা শরিফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব মসজিদে প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন।

জানা গেছে, বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.)-এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

কাদেরিয়া তরিকার অনুসারী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন বলেন, ‘আমার বাড়িতে দরবার শরিফ। প্রতি বছর আমরা তারাবি নামাজ সৌদির সঙ্গে মিল রেখে আদায় করি, সৌদির সঙ্গে মিল রেখে ঈদও পালন করি। পৃথিবীতে চাঁদ একটাই। কাজেই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ উদযাপন করি।’

চার গ্রামে ঈদ উদযাপনের বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‌সৌদির সঙ্গে মিল রেখে বুধবার নোয়াখালীর চার গ্রামের মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এসব গ্রামের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।’ 

এদিকে, বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যানি। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। মঙ্গলবার (৯ এপিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর বাংলাদেশে ৩০ রোজা পালন করতে হবে।

/এএম/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ