X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের চাল, ফসলের ব্যাপক ক্ষতি

মীরসরাই প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ২১:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২১:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে এক ঘণ্টার শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত শিলাবৃষ্টি হয়েছে। এতে ঝরে পড়েছে অনেক গাছের আম। পাশাপাশি বোরো ধান, মিষ্টিকুমড়া, টমেটোসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। অনেক ঘরবাড়ির চালের টিন ফুটো হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাসে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। জোরারগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি বোরো ধান ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের।

স্থানীয়রা জানায়, খুঁটি ভেঙে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বজ্রাঘাতে কৃষকের তিনটি গরু মারা গেছে। বোরো ধান, তরমুজ, ডাল ও টমোটোসহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। 

বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে সরবরাহ বন্ধ হয়ে যায়

রহমতাবাদ এলাকার বাসিন্দা নুরুল হুদা জানান, শিলাবৃষ্টির সময় বজ্রাঘাতে আমার এলাকার সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান, রেজাউল করিম ও আবুল হাসেমের তিনটি গরু মারা গেছে। গরুগুলো বাড়ির পাশে বাঁধা ছিল। আজ বড় আকৃতির শিলা ঝরেছে। এসব শিলার কোনও কোনোটির ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত। শিলার আঘাতে বসতঘরের চালা ফুটো হয়ে গেছে অনেক পরিবারের।

মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকার কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘বাজারে বিক্রির উপযোগী ২০ মণের মতো পাকা টমেটো ক্ষেতে ছিল। শিলাবৃষ্টিতে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে।’

ওয়াহেদপুর এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি লিটন চন্দ্র নাথ বলেন, ‘শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। সকাল থেকে ১০ জনের ঘরের টিন বদলানোর কাজ করেছি। আরও অনেকে ডাকছেন।’

এসব শিলার কোনও কোনোটির ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত

উপজেলা কৃষি অফিস জানায়, শিলাবৃষ্টিতে বোরো ধান, গ্রীষ্মকালীন শাকসবজি ও ডালের ব্যাপক ক্ষতি হয়েছে। ৯৫০ হেক্টর জমির বোরো আক্রান্ত হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ হেক্টর জমির ধান। ৪০ হেক্টর জমির সবজি আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হেক্টর জমির। ৭৫০ হেক্টর জমির ডালক্ষেত আক্রান্ত হয়েছে, ক্ষতি হয়েছে ৩৮ হেক্টর জমির ডাল।

মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘শুধু বৃষ্টি হলে ফসলের তেমন ক্ষতি হতো না। কিন্তু শিলাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বৃষ্টি যদি আর না হয়, তাহলে আক্রান্ত জমির ধান ও ফসলের তেমন ক্ষতি হবে না। আবারও যদি বৃষ্টি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।’

/এএম/
সম্পর্কিত
সেসব স্থানে হতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
কেমন থাকবে আজকের আবহাওয়া
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সর্বশেষ খবর
‘সন্ত্রাসী’ এজাজের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন
‘সন্ত্রাসী’ এজাজের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
সর্বাধিক পঠিত
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে